কয়েকদিন যাবত দেখছি ফেসবুকে কয়েক জন 'পতিত দেবদূত' নিয়ে বেশ উদ্ভট বেশ কিছু পোষ্ট শেয়ার করছেন এবং নিজেদের মতামত জানাচ্ছেন।
আমি ঠিক জানি না এগুলা করে সনামধন্য কিছু পেজ সস্তা প্রচারনা বাদে আর কিছু পায় কিনা!!!
যা হোক এগুলি শুধুই ভাষ্কর্য বাদে আর কিছুই নয়....
চাইনিজ ভাস্কর্যকারক 'Sun Yuan' এবং 'Peng Yu' বেশ বিতর্কিত তাদের তৈরি করা ভাষ্কর্য বা শিল্পের কারনে, কেননা তারা তাদের পূর্বের ভাষ্কর্য গুলি তৈরিতে ব্যাবহার করেছিল মানুষের মৃত বাচ্চা এবং মানুষের দেহের চর্বি। আর এই সকল উপকরন ব্যাবহারের কারনেই তারা বিতর্কিত হলেও তাদের ভাষ্কর্য তৈরি কিন্তু থেমে নেই। আর এরই ধারাবাহিকতায় তারা তৈরি করলেন 'পতিত দেবদূতের ভাষ্কর্য'। বলে রাখি 'পতিত দেবদূত' বলতে বুঝানো হয় ইবলিস-কে অর্থাৎ শয়তান।
'পতিত দেবদূত' এর ভাষ্কর্যটি প্রথম প্রদর্শিত হয় বেইজিং-এ, পরবর্তিতে এটি প্রদর্শিত হয় লন্ডনের Saatchi Gallery-তে ইতিমধ্যে ভাষ্কর্যটি সকলের নজর কেড়েছে বিশেষত তার ভাষ্কর্যের নিন্দুকদের।ভাষ্কর্যটিতে একটি বৃদ্ধ নারীকে দেখা যাচ্ছে ভূমিতে শুয়ে রয়েছে এবং তার পিঠে রয়েছে পালকবিহীন পাখা। ভাষকর্যটি দেখলেই মনে হবে যেন বাস্তবেই কোন বৃদ্ধ নারী সেখানে, এতটাই বাস্তব সম্মত ভাবে তৈরি করেছেন তারা। এই ভাষ্কর্যটি তৈরিতে তারা ব্যাবহার করেছেন সিলিকা জেল, ফাইবার গ্লাস, স্টেইনলেস স্টীল এবং বোনা জাল।
শিল্পকারদের মতে তাদের এই 'পতিত দেবদূত' ভাষ্কর্য অধিবাস্তববাদ এবং বাস্তবতার মধ্যকার পার্থক্যকে দূর করতে সক্ষম হবে।তাদের এই ভাষ্কর্য সম্পর্কে দেওয়া মন্তব্যে তারা বলেন, 'The angel, a transcendent being, has become powerless, unable to carry out God's will, or to help those who believe in its existence.''পতিত দেবদূত' ভাষ্কর্যের পূর্বের ভাষ্কর্যটির নাম ছিল ''Old Persons Home'', যেটির মূল উপাদান ছিল বৃদ্ধ লোকেরা।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৪