" আমি হয়তো মাথা নষ্ট সুন্দর কিংবা বডি বিল্ডার হাংক কোন ছেলে না, হয়তো ডাকসাইটের কোন স্টুডেন্ট না, হয়তো আমি হাজার মেয়ের ঘুম হারাম করা স্টার না, কিংবা বিশাল ধনীর দুলাল না, হয়তো এফযেড বাইকে নিয়ে লং ড্রাইভে যেতে পারবোনা, হয়তো প্রতি ভ্যালেন্টাইন কিংবা জন্মদিনে গিফ্টের স্রোতে ভাসিয়ে আই লাভ ইউ লেখা দামী কার্ড দিতে পারবোনা
কিন্তু আমি তোমাকে ভাবতে পারবো, ঝুম বৃষ্টিতে সবার চোখের চাহুনী উপেক্ষা করে তোমাকে নিয়ে রিক্শায় হুড ফেলে ভিজতে পারবো, জোছনা রাতে তোমার পাশে হেটে মুঠো ভরে জোছনা দিতে পারবো, যখন পৃথিবীর সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে তখনো হাত ধরে পাশে থাকতে পারবো, তোমাকে ভালোবাসতে পারবো "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


