আশা করি বহাল তবিয়তেই আছেন সব্বাই। আমার কথা ভুলে যে বসে আছেন তা তো জানিই! যাক গে...মাফ করে দিলুম!
এদিকে বড় ভাইয়া যা কান্ড করছে না ইদানিং ! উফফ্...! যদি আপনাদের দেখাতে পারতাম! কবে যে আক্কেল হবে উল্লুকটার! খি খি...'উল্লুক' বললে ভাইয়া আগে চোখ মুখ লাল করে ফেলত(ক্ষেত্রবিশেষে এর অথ আবার ভিন্ন ! আমি বললে রাগান্বিত আর বাবা বললে লজ্জিত!) ইদানিং আমার ক্ষেত্রে ঊন্নতি (বা অবনতি) হয়েছে ..'উল্লুক' বললে ভাইয়া চোখ পাকিয়ে তোতলাতে থাকে! খিক্জ! আমার তো মনে হয় শুধু ভাইয়া না, ওর ব্যান্ড এর সব কয়টাই ওই প্রজাতির।
সেদিন আইসক্রিম খেতে খেতে ওকে বললাম, "ভাইয়া তোমাদের হাউকাউ ব্যান্ডটার নাম বদলায় 'উল্লুকধ্বনি' রাখলে কেমন হয়? তাহলে তো..." কথা শেষ না করতেই ভাইয়ার তোতলামি শুরু হয়ে গেল। "কিক্কি...?তুত..তু ইই...এট্টা টাটা...কিক্কিক ববব..লল্লি্ল...." ওর বাক্য-গঠন শেষ হতে হতে আমার আইসক্রিম খাওয়া শেষ।এই দুরাবস্থা নিয়ে উল্লুকটা সংগীত চরচা(!) করে কিভাবে কে জানে!
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




