গত ১৬ ই নভেম্বর দৈনিক প্রথম আলো তে একটা সংবাদ ছাপা হয়,
জুয়াড়িদের গ্রেপ্তারের প্রতিবাদে এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
সংবাদটি সত্য হলে ও হাস্যকর বটে !!
বিদেশে আসার পর প্রথম প্রথম যখন Bet shop এবং Casino গুলো দেখতাম নিজের কাছে খুব অবাক লাগত। প্রতি দিন কত হাজার হাজার মানুষ হাজার হাজার টাকা জিতছে আবার হাজার হাজার টাকা হারছে। নিজের চোখে সামনে আনেক মানুষকে আমি পথ এ বসেজেতে দেখেছি। কখন কখন ভাবতাম বাংলাদেশ এ যদি কখনো Bet shop/Casino খোলা হয় তাহলে কি হতে পারে ? এক বড় ভাই বললো, বাংলাদেশ এ নাকি অনেক জুয়া খেলার জায়গা আছে। বাংলাদেশ এ নাকি এমন অনেক বাড়ি আছে যেখানে সব সময়ই জুয়া খেলা হয়। শুনে একটু আশ্চর্য হই।
আর আজ সংবাদপত্রে এ খবর পড়ে আমি মোটেই আশ্চর্য নই। কারন জুয়াড়িরা রাজপথ অবরোধ করবে এটাই তো সাভাবিক। তাদেরও তো আছে কথা বলার অধিকার। তারাও তো এই দেশের সোনার সন্তান।
এই না হলে কি আমার দেশে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




