গানিং ফগ ইনডেক্স মেথড :
সংবাদপত্রসহ যেকোনো ধরনের লেখার পঠনযোগ্যতা পরিমাপের ক্ষেত্রে আধুনিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় ।অনেক পদ্ধতির মধ্যে আমার কাছে রবার্ট গানিং এর সিস্টেমটি সবচেয়ে ভাল লাগে।
আমেরিকার ব্যবসায়ী রবার্ট গানিং ১৯৫২ সালে এই পদ্ধতি প্রবর্তন করেন।তার নামানুসারে একে 'Gunning Fog Index ' নামে অভিহিত করা হয়।
গানিং ফগ ইনডেক্স নির্ণয় সুত্র :
0.4((words/sentence)+100(complex words/words)) .
ইনডেক্স নির্ণয়ের কৌশল :
প্রথমেই নির্দিষ্ট লেখার মধ্য থেকে প্রায় ১০০ শব্দবিশিষ্ট একটি অনুচ্ছেদ বেছে নিতে হবে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত অনুচ্ছেদের বাক্যগুলোর গড় দৈর্ঘ নির্ণয় করতে হবে।এ ক্ষেত্রে ওই অনুচ্ছেদের মোট শব্দ সংখ্যাকে মোট বাক্য দিয়ে ভাগ করে বাক্যের গড় দৈর্ঘ পাওয়া যাবে।
তৃতীয় পর্যায়ে ওই অনুচ্ছেদে থাকা শব্দগুলোর মধ্য থকে তিন বা ততোধিক সিলেবলযুক্ত শব্দগুলো গণনা করতে হবে।এ ক্ষেত্রে জটিল শব্দ নিতে হবে ,তবে নামবাচক শব্দ ,পরিভাষা গণনা করা যাবে না।
পরবর্তী ধাপে মোট জটিল শব্দের শতকরা হার নির্ণয় করতে হবে।
সর্বশেষ পর্যায়ে বাক্যগুলোর গড় দৈর্ঘ ও জটিল শব্দের শতকরা হারকে যোগ করে এই যোগফলকে ০.৪ দ্বারা গুণ করলে গানং ফগ ইনডেক্স পাওয়া যাবে।
ইনডেক্সের আদর্শ স্কোর হলো ৭ থেকে ৮ ।এই স্কোর যত ওপরের দিকে যেতে থাকবে পঠনযোগ্যতা তত কঠিন হতে থাকবে।
আরো অনেক পদ্ধতি আছে ।বিস্তারিত জানতে -
এখানে ক্লিক করুন
সূত্র : মিডিয়াওয়াচ-সংখ্যা : ৪৬
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




