লম্বা ছুটির পর অফিসে ফিরে অনেকেই স্বস্তি বোধ করছেননা। কেউ কেউ বেশ অসুবিধায় পড়ে গেছেন, কিছুতেই ভালো লাগাতে পারছেননা। অফিসে ভালো লাগাতে নিজে কিছু কারন খুঁজে পাবার চেষ্ট করি সববছরই। বেশ কাজে লাগে। অফিসে থাকার এই কারন/এ্যাডভানটেজগুলো শেয়ার করছি সবার সাথে। যদি কারো কাজে লেগে যায়... তবে সবার জন্যে সবগুলো কারন প্রযোজ্য হবেনা। যারা এমনিতেই অফিস উপভোগ করেন তারাতো এমনিই বেঁচে গেলেন।
অফিসে থাকলে:
১. বউএর ক্যাচক্যাচানি শোনা লাগেনা
২. বাচ্চা-কাচ্চা ঘাড়ের উপর ২৪ ঘন্টা লাফালাফি করার চান্স নাই
৩. অনেক ফুটফরমাশ এড়িয়ে চলা যায়
৪. যাদের কিছু ধোয়াধুয়ি করা লাগে তাদেরতো কথাই নেই
৫. পাশের বাড়ীর হাইভলিউমে জঘন্য মিউজিক শোনা লাগেনা
৫. ক্যাজুয়াল লিভ্ জমা হয় অযথা খরচ না হয়ে
৬. অফিসে চামে মুভিও দেখা যায়
৭. অফিসের সময়ে বিনা পয়সায় ব্লগিং করা যায়।
নিজেদের মত করে আরো কিছু পজিটিভ কারন খুঁজে বের করে ডেস্কের পাশে ঝুলিয়ে রাখতে পারেন। কাজে লাগবে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





