জানি কোনদিন আমি তোমার হোতে পারবোনা
জানি কোনদিন আমি তোমাকে পাবোনা
জীবনের শেষ প্রান্তে দাড়িয়ে তবুও বলবো
ভালবাসা না দাও তোমার সমস্ত দুঃখ আমাকে দিও
অন্তত এতটুকু শান্তনা নিয়ে মরণকে বলতে পারবো
ভালবসার আচঁল শুণ্য হয়ে ফেরেনী
জানি তোমার যোগ্য আমি নই
পৃথীবিতে সুন্দরকে কে না চায়
আমিও তোমাকে চেয়েছি
মুক্তা খোজার ইচ্ছা আমার নেই সেদিন থেকে
যেদিন থেকে তোমাকে দেখেছি
তুমি আছো তুমি থাকবে আমার হৃদয় সমুদ্রে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




