ঈদকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা সীমান্তের চারটি ঘাট দিয়ে আসছে অস্ত্র গোলাবারুদ ও মাদক, যাচ্ছে সোনা ও ইলিশ। চারটি চোরাঘাট দিয়ে পাচার হচ্ছে নারী-শিশুও।
জানা যায়, চোরাঘাট মালিকরা প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল পর্যন্ত টাকার বিনিময়ে মানব পাচার করছে।
এছাড়া এসব চোরা ঘাট দিয়ে ভারত থেকে বানের স্রোতের মতো আসছে আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, গাঁজা, হেরোইন, যৌন উত্তেজক ট্যাবলেট, কাপড়, থ্রি-পিচ, এ্যালুমিনিয়ামের তৈরি হাড়ি, কড়াই, জিরা, পাতার বিড়ি, গোলা বারুদ, বাজি, ইলেকট্রনিক্স সামগ্রী ও অস্ত্র।
আবার এসব চোরাঘাট দিয়ে ভারতে যাচ্ছে সোনা, পিতলকাসা, ইলিশ মাছ ও যন্ত্রাংশসহ দেশের মূল্যবান সম্পদ।
দেবহাটা সীমান্তের এ চারটি ঘাট দিয়ে ঘাট মালিকদের সাথে চুক্তি করে প্রতিনিয়ত ভারতে পাচার হচ্ছে নারী ও শিশু।
দেশের শীর্ষ সন্ত্রাসীরাও অপরাধ সংঘটিত করে এসব চোরাঘাট দিয়ে পার হয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। অনেক সন্ত্রাসী বৈধভাবে পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে যায় বটে কিন্তু ভারতে যাবার পর সে দেশ থেকে এসব চোরাঘাট দিয়ে দেশে এসে অপরাধ সংঘটিত করে আবার ভারতে চলে যায়।
ঘাটগুলো হচ্ছে চরশ্রীপুর, ভাতশালা, শ্রীপুর ও পাঁচপোতা। দেবহাটা সীমান্তের একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




