নানা রকম ব্যবসায়িক উদ্যোগের ধারণা দিতে অনলাইনে চালু হয়েছে নতুন একটি ওয়েবসাইট।
বাংলা ভাষায় তৈরি এ সাইটে মানুষকে বিভিন্ন কাজ ও উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। লাকী আইডিয়া বিডি নামের এই ওয়েবসাইটে (www.luckyideabd.com ) ১১টি বিভাগ থেকে ৩৫০টি ব্যবসার ধারণা দেওয়া হয়েছে।
চলতি বছরের মাঝামাঝি সময়ে চালু হওয়া এ সাইটে কৃষি, কুটির শিল্প, বুহৎ কুটির শিল্প, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, মিডিয়া, ফ্যাশন, প্রকৌশল, মুদ্রণ ইত্যাদি খাতের উদ্যোগ সম্পর্কে তথ্য রয়েছে। আবার বাড়ির বারান্দায় সবজি চাষ, মাছের আঁশ থেকে মুক্তা তৈরি বা পাথরকুচি গাছের পাতা থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো অপ্রচলিত উদ্যোগ সম্পর্কেও তথ্য আছে এ সাইটে। এখানে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ২০ লাখ টাকার মধ্যে বাস্তবায়নযোগ্য ধারণা বেশি করে রাখা হয়েছে।
এ সাইটে চাইলে যে কেউ তাঁর উদ্যোগও জমা দিতে পারেন।আবার নির্দিষ্ট বাজেটের মধ্যে উদ্যোগের ধারণা বেছে নেওয়ার সুবিধাও এতে আছে।
এই সাইটের উদ্যোক্তা ফারহানা লাকী বলেন, ‘অন্যের অধীনে কাজ করার মানসিকতা পরিবর্তন করতে একটি ভালো ধারণা বা আইডিয়া সহায়তা করতেই পারে। এ জন্যই এ সাইটটি চালু করা হয়েছে। এখন আটজনের একটি তরুণ কর্মী দল আইডিয়াগুলো সংগ্রহ করছে।’
এই সাইটে নতুন উদ্যোক্তাকে আত্মবিশ্বাসী করতে রয়েছে নানা রকমের টিপস। যাঁরা শূন্য থেকে শুরু করে ব্যবসায়িক সাফল্যের শীর্ষে অবস্থান করছেন, তাঁদের কাহিনিও আছে এ সাইটে। চাকরির পাশাপাশি যাঁরা কোনো উদ্যোগ নিয়ে বাড়তি আয় করতে চান, তাঁদের জন্যও এতে তথ্য আছে। ফলে সাইটটি সবারই কাজে লাগবে।
Source

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




