> দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।
> দিনে কমপক্ষে 20 বার বলুন- 'আমি ভালো আছি।'
> প্রো-অ্যাকটিভ হোন। প্রোঅ্যাকটিভ মানুষের প্রতি অন্যেরা আকৃষ্ট হয়।
> রেগে গেলেন তো হেরে গেলেন।
> রাগান্বিত অবস্থায় কোন সিদ্ধান্ত নেবেন না।
> সাহসী হোন। মনে মনে ভয় থাকলেও সাহসের ভান করুন। কেউই ভান ও সত্যিকার সাহসের মধ্যে পার্থক্য করতে পারে না।
> পৃথিবী সাহসী মানুষদের জন্যে। তাই সবসময় মনে মনে বলুন- 'আমি সাহসী। আমি নির্ভীক।'
> দুশ্চিন্তা ও উৎকণ্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছু সৃষ্টি করতে পারে নি। প্রত্যয় ও সাহস দিয়েই মানুষ নতুন পৃথিবী আবিষ্কার করেছে।
> মানুষ যা ভাবতে পারে যা বিশ্বাস করতে পারে, তা অর্জন করতে পারে।
> মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য অর্জনের ভিত্তি। বিশ্বাসই রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে। ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে।
> আপনার অতিচেতনার সাথে সংযোগ স্থাপন করার জন্য প্রয়োজন নীরব মুহূর্ত। প্রতিদিন হাজারো কাজের ফাঁকে এই নীরব মুহূর্ত বের করে নিন।
> প্রকৃতির সাথে একাত্ম হোন। প্রকৃতি মন, দেহ ও আত্মার মাঝে সব সময় ভারসাম্য এনে দেয়।
> যার হারানোর কিছু নেই, তার ব্যাপারে সতর্ক থাকুন।
> কুৎসা ও কান-কথা থেকে দুরে থাকুন।
> নিয়ত হচ্ছে মনের লাগাম। নিয়ত মনকে নিয়ন্ত্রন করে, দেহকে সঠিক পথে পরিচালিত করে, দেহ-মনে নতুন বাস্তবতার জন্ম দেয়।
> ব্যার্থতার মাঝেই সুপ্ত রয়েছে সাফল্যের বীজ।
কৃতজ্ঞতা: কোয়ান্টাম ফাউন্ডেশন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


