ভবিষ্যতবাণীটা কয়েক বছর আগে একবার করেছিলাম, আবার করি। সময় কম, তাই অল্প কথায় কিছু কারন তুলে ধরি-
১) টেকনিক্যাল সমস্যা
২) মেইনটেনেন্স সমস্যা
৩) বাজেট সমস্যা
৪) আগ্রহ মারা যাওয়া
ইত্যাদি ইত্যাদি...
১) টেকনিক্যাল সমস্যাঃ এই সমস্যাটা সবচাইতে বেশি হওয়ার কথা। মূলত সাধারণ ওয়েব এপ্লিকেশন মনে করে ব্লগ বানানোর খেসারত দিতে হবে ব্লগ ডেভেলপারদেরকে। 'আমর ব্লগ' ইতিমধ্যে বেশ কয়েকবার তাদের এপ্লিকেশন সম্পূর্ন নতুন করে বানিয়েছে। তাতেও কোন কাজ হয়েছে বলে মনে হয় না। আর প্রথম আলো ব্লগ তাদের প্রথম এপ্লিকেশনটা পুরোপুরি শেষ না করে নতুন করে বানিয়েছিলো। সেটা ইতিমধ্যে আরো দুবার নতুন করে বানানো শেষ। শেষ এপ্লিকেশনটাও স্ট্যাবল না..
২) মেইনটেনেন্স সমস্যাঃ এটাও প্রকট আকারে ধারন করবে। এর ভেতরেই অনেকে টের পেতে শুরু করেছে... দিন দিন এটা আরো চরম আকার ধারন করবে।
৩) বাজেট সমস্যাঃ যতই দিন যাবে সাইট তত বেশি স্পেস ও ব্যান্ডউইথ খাবে। একটা সময় পর বেশির ভাগ ব্লগেরই নিজস্ব ডেডিকেটেড সার্ভারের প্রয়োজন দেখা দিবে, আর মাসে ১৫০-৩০০ ডলার খরচ করে কতজন ব্লগ চালাবে সেটাই দেখার বিষয়। মনে রাখতে হবে যে, এই দেশে বাংলা সাইটে স্পন্সর পাওয়া বেশ কঠিন।
৪) আগ্রহের কমতিঃ অনেকেই ঝোকের মাথায় ব্লগ খুলে বসেছে। এধরনের ঝোক বেশিদিন থাকে না। থিওরী বাদ দিলেও গত বারো-তের বছর নেটে বিভিন্ন কমিউনিটির সাথে থেকে শত শত সাইটের শুরু এবং শেষ দেখা হয়েছে। আগ্রহ ছাড়াও দলাদলি, ভাঙাভাঙি ইত্যাদি তো আছেই।
লেখাটা ব্যক্তিগত ডায়েরী থেকে সংক্ষিপ্ত আকারে তুুলে ধরা হলো। এটা ফেসবুক/ব্লগে তুলে ধরার কারণ একটাই- তা হচ্ছে ব্লগ ডেভেলপার/মালিকগন যাতে একটু সতর্ক হয়। আর সবচাইতে বেশি সতর্ক হতে হবে লেখকদেরকে। তারা যেন সবসময় তাদের লেখা ও লেখার সাথে পাওয়া মন্তব্যগুলো ব্যাকআপ রাখেন।
--
বিঃদ্রঃ এই লেখাটাকে আমার আগের লেখার সিক্যুয়েল ধরা যাইতে পারে। এই সিরিজে আরো কিছু লেখা আসতে পারে...
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৩৪