ফেসবুকে একটা ফিচারের খুবই অভাব বোধ করি সবসময়, সেটা হচ্ছে বন্ধু তালিকার ভেতরে কে কে আমাকে মুছে দিলো তাদের একটা তালিকা। বিশেষ করে বন্ধু তালিকা অনেক বড় হলে এই ফিচার খুবই জরুরী। যাহোক, ফেসবুক যখন দিচ্ছে না তখন চলুন নিজেরাই ব্যবস্থা করি এরকম একটি সুবিধার।
ফেসবুক বা বিভিন্ন সাইটে আপনার নিজের মত সুবিধা যুক্ত করে নেয়ার আপনাকে ব্যবহার করতে হবে 'ইউজার স্ক্রিপ্ট'। এই স্ক্রিপ্ট চাইলে আপনি নিজে লিখে নিতে পারেন বা অনলাইন থেকে খুঁজে নিতে পারেন। এরজন্য প্রথমে আপনাকে gracemonkey নামের একটা প্লাগইন সেটাপ করে নিতে হবে। ধাপগুলো লক্ষ করুন-
১) মজিলা ফায়ারফক্সের উপযোগী এডঅনস gracemonkey ডাউনলোড করে নিন, এখান থেকে- Click This Link
২) Greasemonkey সেটাপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট দিয়ে Greasemonkey এনাবল আছে কিনা নিশ্চিত হয়ে নিন।
৩) এবার Unfriend Finder নামের ইউজারস্ক্রিপ্টটি সেটাপ করে নিন এই লিঙ্ক থেকে - http://userscripts.org/scripts/show/58852
ফেসবুক খুলে দেখুন উপরে ডানদিকে এবং বামদিকে নিচের ছবির মত Unfriends অপশন যুক্ত হয়ে গিয়েছে।
এটি একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট যা মূল সাইটের কোন পরিব্তন না করে শুধুমাত্র ব্যবহারকারীদের কাছে ঐ সাইটকে পরিবর্তন করে দেয়। অনেক মজার মজার সব ইউজারস্ক্রিপ্ট পাওয়া যায় অনলাইনে যেগুলো ব্যবহার করে গোটা ফেসবুক সহ আরো অনেক সাইটের চেহারা বদলে দিতে ও বিভিন্ন সুবিধা যুক্ত করে নিতে পারবেন।
(সামহোয়্যারইনের জন্য কয়েক বছর আগে এরকম একটা ইউজারস্ক্রিপ্ট লিখেছিলাম যেটা এই সাইটের পুরো চেহারা বদলে দিতে পারতো, পোস্টটা খুঁজে পাচ্ছি না। স্ক্রিপ্টটা কারো কাছে ব্যাকআপ থাকলে একটা পোস্ট দিন বা মেইলে জানাতে পারেন)
ধন্যবাদ।
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
আলোচিত ব্লগ
ড: ইউনুস দেশের বড় অংশকে ঐক্যবদ্ধ করতে পারেনি!
ড: ইউনুসের ১ম বদনাম হলো, তিনি 'সুদখোর'; ধর্মীয় কোন লোকজন ইহা পছন্দ করে না; যারা উনার সংস্হা থেকে ঋণ নিয়েছে, তারাও উনাকে সুদের কারণে পছন্দ করে না; ধর্মীয়দের... ...বাকিটুকু পড়ুন
আগে তো পানি দিতনা মারার আগে। এখন ভাত পানি খাওয়াইয়া মারে।
আগে তো পানি দিতনা শেষ নিস্বাশের আগে। এখন ভাত পানি খাওয়াইয়া মারে। আর শামীম মোল্লা ভাইয়ের কপালে অবশ্য অত্যাচার ছাড়া কিছু জোটে নাই। “ভাই আমারে আর মাইরেন না বলে অনুনয়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাকে থাকতে দেয়ায়, আপনি ভারতের উপর কতটুকু রেগেছেন?
"শেখ হাসিনা বাংলাদেশ-ভারত সীমান্তের নো-ম্যানসল্যান্ডে ঘোরাফিরা করেছে; আশা করছে, যদি কোন বিএসএফ ধাক্কা দিয়ে বাংলাদেশ সীমান্ত প্রবেশ করার ব্যবস্হা করে;" ইহা ছিলো ১ জন "নতুন মুক্তিযোদ্ধা"... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এবং ২০২৪ এর হানাদার ও রাজাকারকে সমর্থন করা যায় না
১৯৭১ সালের হানাদার আমাদের দেশের সম্পদ তাদের দেশে নিয়েগেছে। ২০২৪ এর হানাদার আমাদের দেশের সম্পদ বিভিন্ন দেশে নিয়েগেছে। কারণ আমাদের দেশই এদের দেশ। ১৯৭১ সালের হানাদার ছিলো ভিনদেশী... ...বাকিটুকু পড়ুন
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা আর আমাদের ক্ষয়ে যাওয়া বিবেক
একটা গল্প প্রচলিত আছে এমন: রমজান মাসে বাংলাদেশে বেড়াতে এলেন উত্তর কোরিয়ার এক নাগরিক। কোনো এক রোজাদারকে জিজ্ঞেস করলেন, আপনারা সারাদিন না খেয়ে থাকেন কেন?
উত্তরে রোজাদার বললেন, আমরা স্র্রষ্টার... ...বাকিটুকু পড়ুন