এবারের নির্বাচন ছিল অনেক প্রত্যাশিত, বহু প্রতিক্ষীত। বিগত জোট সরকারের আমলে কতিপয় মন্ত্রীর সীমাহীন দূর্নীতি দেশপ্রেমিক মানুষকে ভাবিয়ে তোলে। জোট সরকারের কিছু সাফল্যও ছিল বটে, তবে তা দুর্নীতির অন্ধকারে হারিএ যায়। সন্ত্রাসদমন, শিক্ষাক্ষেত্রে নকল দুরিকরন, ইসলাম বিরোধী করমকান্ড না করা, পরিবেশ উন্নয়ন, এসব অবশ্যই সাফল্য। এছাড়া, আমার জানামতে, স্বাধিনতার পরে ২০০৬ সালে সরকার প্রথম চিনিশিল্পে নাভ করেছে, পাটশিল্পের উন্নতি হয়েছে। তাছাড়া সরকারের সব মন্ত্রিই যে দ্দূর্নিতিবাজ ছিলেন, তাও কিন্তু নয়। অনেকেই দুর্নীতিমুক্ত থেকে সঠিকভাবে দায়ীত্ব পালন করেছেন।
আবার আওয়ামীলীগ যে ধোয়া তুলসীপাতা তা নয়। বিগত শাসন আমলে তাদের ক্রিতকর্মের কথা দেশবাশি ভুলে যায়নি।
সন্ত্রাস লালন, প্রকাশ্য দিবালকে গুলি করে মানুশ হত্যা, কুকুরের মাথায় টুপি পরানো, ধর্মীয়বিশ্বাস বিরধী কার্যকলাপ, জয়নাল হাজারি, শামীম ওসমান, ডাঃ ইকবাল, মাদ্রাসা বন্ধকরন, দূর্নীতিতে প্রথমবারের মত বিশ্বচ্যাম্পিয়ন, লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা, এসবের কথা মানুশ ভুলে যায়নি। মানুষ আওয়ামীলীগকে ভালবেশে ভোট দিয়েছে, এটা ভাবলে আওয়ামীলিগ ভুল করবে। কারন, ভালবেসে নয়, বিএনপি সরকারের দুর্নীতিতে অতিষ্ট হয়েই নৌকা মার্কায় ভোট দিয়েছে। তাই আমি মনে করি, আওয়ামীলীগের উচিত, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত থেকে ক্ষুধা দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য কাজ করা এবং এমন কাজ না করা, যাতে ধর্মপ্রিয় মানুষের বিশ্বাসে আঘাত লাগে।ঁ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




