আগের জমানায় (১ বছর আগের কথা বলছি), একটা মন্তব্য করে বসে থাকতে হত, মাঝে-মধ্যে দেখা যেত মন্তব্য পোস্ট হয়নি, লোড হচ্ছে না ইত্যাদি সমস্যা।
কিন্তু এখন সামু অন্নেক ফাস্ট। পেজ লোড হওয়া, মন্তব্য/পোস্ট পাবলিশ হওয়া ইত্যাদি খুবই দ্রুত হচ্ছে। সামুর পেছনের সকল কলাকুশলীকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি, সামু এমনই থাকবে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত (অবশ্য লোকে বলতেছে ২০১২তেই নাকি দুনিয়ার ১২টা বাজবে
আপনাদের সবার কী অবস্থা? আপনারাও সামুর স্পিড ফাস্ট পাচ্ছেন তো?
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




