তুমি আসছো। বহুল প্রতীক্ষিত সেই আগমনী মুহূর্ত অবশেষে ধরা দিচ্ছে। বুকের ভেতর তিন রকম অনুভূতি টের পাচ্ছি। হৃদয়টা যেন তিন ভাগ হয়ে গেছে।
এক ভাগ আনন্দে আত্মহারা, "কতদিন পর আবার তোমাকে দেখবো!"।
২য় ভাগ চিরন্তন এক দুঃশ্চিন্তায় আক্রান্ত--"ঠিকমত আসতে পারবে তো? পথে কোনো অসুবিধা হবে না তো? এত লম্বা পথ কীভাবে পাড়ি দেবে একা!"
আর ৩য় ভাগ ছেয়ে আছে কষ্টের আবরণে---"বাবা-মা-ভাই-বোন কে ফেলে চলেছো এক অজানার পথে, আমি তো এই কষ্টকে খুব ভালো করে চিনি। কীভাবে সামলাচ্ছো এত কষ্ট?"
তীব্র ব্যথা হচ্ছে বুকে। চাপ চাপ ব্যথা। তিন অনুভূতি নিজেদের মধ্যে লড়াই করছে। কে জিতবে কে জানে?
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




