আমায় ভয় যে, শীঘ্রই ইউএসএ বা ইউরোপে একটি সন্ত্রাসী হামলা হবে যার ফলে ট্রাম্প এবং ইউরোপের অন্য নেতারাও আরও কঠোর হবে মুসলমানদের প্রতি। তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রয়োজন মানুষের মনে ভয়। এই ভয় রাজনীতিতে অনেক অনেক প্রয়োজন। যেমন কিছুদিন আগে ট্রাম্প যখন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছিলো, তখন ইউকের পররাষ্ট্রমন্ত্রী ত্বরিত ইউএসএ-তে যায় এবং কোল্ড ওয়ারের সময়কার রাশিয়ার সাথে ইউএসএ-র সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে ভয় দেখায়। এই ভয় না দেখালে ইউএসএ এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে, যার ফলে ইউকে ও ফ্রান্স ন্যাটোর মাধ্যমে যে নিরাপত্তা ভোগ করে (যাতে ইউএসএ অনেক বেশি ব্যয় করে) এবং অর্থনৈতিক সুবিধা পায় তা শেষ হয়ে যাবে।
এই ভয় সৃষ্টি করে ইসরাইল ইউএসএ থেকে বিলিয়ন ডলার দান হিসেবে নেয়। ইসরাইল দেখায় যে, তারা মাসুম বাচ্চা এবং তাদের চারদিকে হিংস্র আরবদেশগুলো। এই আরবদের শায়েস্তা করা জন্য এবং নিজেদের বাঁচানোর জন্য বেচারাদের অনেক টাকার প্রয়োজন যা তাদের কাছে নেই। এই জন্য ইউএসএ'র উচিৎ তাদের বিলিয়ন ডলার দান করা যেখানে ইউএসএ-তে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন।
পৃথিবীতে আজ যুদ্ধের যে ডামাডোল, তা শুরু হয়েছে এই ভয় দেখানোর মধ্য দিয়ে। ৯/১১ তে ইউএসএ নিজেই টুইন টাওয়ার ধ্বংস করে নিজের মানুষদের মাঝে ভয় সৃষ্টি করে। যার মধ্য দিয়ে তারা ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়াতে হামলা করার অধিকার আদায় করে নেয়। মরিয়ার্টির ভাষায়, "Every Fairy Tale Needs A Good Old Fashioned Villain". কিন্তু সমস্যা হচ্ছে ইউএসএ নিজের মত জুতসই ভিলেন পাচ্ছিলো না। তাই তারা চিন্তা করলো, কেন না আমরা আমাদের মত ভিলেন সৃষ্টি করি এবং যাকে আমরা হত্যা করে আমাদের লোকদের কাছে বাহ বাহ নিবো। আর যেই চিন্তা সেই কাজ, তারা সৃষ্টি করে আইএসআইএস এর মত ভয়ঙ্কর সংগঠন। তারা গাদ্দাফি এবং সাদ্দামকে তৈরী করে এবং পরে তাদেরকে হত্যা করে বাহ বাহ নেয়।
আর পৃথিবীতে শান্তি সৃষ্টি হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ইউএসএ, রাশিয়া এবং ইউকে। ইউএসএ গত বছর মাত্র $২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে যার বিশ্বের মোট রপ্তানীর ৩৫%।
মোদ্দা কথা, চাই সবাই শান্তিতে বাঁচুক। কী মুসলমান, কী হিন্দু, বা কী খ্রিস্টান। সবাই শান্তিতে থাকুক এটাই কাম্য।
বিঃদ্রঃ ইউএসএ নিজে ৯/১১ ঘটিয়েছে এই কথা পড়ে যাদের ভ্রু কুঁচকেছে এবং আমাকে তথাকথিত ষড়যন্ত্র অনুসন্ধানী মনে করছেন, তাদের বলছি, I am not a conspiracy theorist nor a conspiracy seeker, I am a truth seeker. Do your research.
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩২