somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ সেনা,নৌ ও বিমান বাহিনীর সর্ব শেষ সংযোজন

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাক্ষন শুধু বিদেশের ট্যাংক, প্লেনের উপর চোখ থাকে । তাই ভাবলাম এইবার আমাদের দেশের দিকে নজর দেই । নজর দেওয়ার পর দেখলাম বাংলাদেশ কোন অংশেই কম না । প্রতি বছর বিশাল বাজেট থাকে এই কেনাকাটার পেছনে । প্রতিরক্ষা নীতিকে সামনে রেখে মূলত কেনাকাটা করে থাকে । এখানে শুধু ২০১৩ সালের নতুন সংযোজন গুলোর সাথে পরিচিত করার চেস্টা করেছি ।

বাংলাদেশ সেনাবাহিনী :

১. BTR-80(Armoured Transporter) :



১৯৯৪ সাল থেকে বাংলাদেশে বিটিআর-৮০ এর ব্যাবহার শুরু হয়েছে । এর মধ্যে ২০১২ সালে রাশিয়া থেকে ১৫০ টি বিটিআর-৮০ আনা হয়েছে যার মধ্যে ১৪০ টি এপিসি(আর্মড পারসনেল ক্যারিয়ার) , ৫ টি এপিসি-এ্যাম্বুলেন্স ভার্সন, ৫ টি এআরভি(আর্মড রিকভারি ভেহিকেল) । বিটিআর-৮০ তে কমান্ডার, ড্রাইভার ও গানারসহ ৭ জন সৈন্য বহন করতে পারে । ২৬০ এইচপি ইঞ্জিনের এই ভেহিকেলটি রাস্তায় ৮০ কিঃমিঃ/ঘন্টা ও ভাসমান অবস্থায় ৯ কিঃমিঃ/ঘন্টা বেগে ছুটতে পারে । সুরক্ষার কথা বলতে গেলে এটায় আছে এনবিসি(নিউক্লিয়ার,বায়োলজিকাল,কেমিক্যাল) প্রোটেকশন , অটোমেটিক ফায়ারিং সিস্টেম, কেমোফ্লোজ ডিভাইস ও সেলফ রিকভারি উইঞ্ছ । অ্যাটাকিং মোডে যাওয়ার জন্য এতে আছে 14.5mm ও 7.62 mm মেশিন গান যাদের ফায়ারিং রেঞ্জ যথাক্রমে ২ ও ১.৫ কিঃমিঃ । এতে আরো আছে ৬ টি স্মোক গ্রেনেড লাঞ্চার ।


২. Cobra 2 LAV :



বাংলাদেশ সেনাবাহিনী অতি সম্প্রীতি তুরস্ক থেকে আমদানী করেছে Otokar Cobra II LAV(Light Armoured Vehicles) । ৫০ ক্যালিবারের হেভি মেশিন গান ছাড়াও এতে আছে ৫ টি স্মোক গ্রেনেড লাঞ্চার ও ইনফ্রারেড ক্যামেরা । প্রায় ৭ টন ওজনের এই ভেহিকেলটি ড্রাইভার বাদে ৮ জন সৈন্য বহন করতে পারে । ২৫০ এইচপির ইঞ্জিন নিয়ে সর্বোচ্চ ১১০ কিঃমিঃ/ ঘন্টায় ৭০০ কিঃমিঃ পর্যন্ত যেতে পারে । পেট্রল মিশনের সময় এই কোবরা সেনাবাহিনীর ফায়ারপাওয়ার ও মোবিলিটিতে বৃদ্ধিতে অনেক সহায়তা করবে । সাধারনত পেট্রল মিশনের সময় সেনাবাহিনীতে টয়োটা ল্যান্ড ক্রুজার ৭৯ সিরিজ ব্যাবহার করা হয় । নিকট ভবিষ্যতে সব গুলো টয়োটা কোবরার মাধ্যমে রিপ্লেস করা হবে । পুরাই হিরো হিরো ভাব । :-B


৩. Polaris ATV :



বাংলাদেশ আর্মির প্যারা কমান্ডো টিমের জন্য সম্প্রতি আমেরিকা থেকে আনা হয়েছে Polaris ATV(all-terrain vehicle) । হেলিকপ্টার ডেপ্লয়এবল এই ভেহিকেল গুলো যুদ্ধাবস্থায় যে কোন পরিবেশে দ্রুততম সময়ে স্নাইপার পৌঁছে দিতে পারে । প্রথমে দেখে খেলনা মনে করছিলাম পরে নেটে খুইজ্জা দেখলাম কামে আছে । ;)



বাংলাদেশ বিমানবাহিনী :

১. এফ-৭ বিজি১:



বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হলো চীনে তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান এফ-৭ বিজি১ । চীনে এটার নাম হচ্ছে J-7 যা মুলত রাশিয়ান মিগ-২১ এর লাইসেন্স বিল্ট ভার্সন এর উপর ভিত্তি করে তৈরি । এটা ফাইটার অথবা ইন্টারসেপ্টার দুই কাজেই ব্যাবহার করা যায় । এই প্লেনটি মূলত তৈরি করা হয়েছে গ্রাউন্ড অ্যাটাক মিশনের জন্য যা যেকোনো আবহাওয়ায় পারফর্ম করতে পারে । একেকটি প্লেনের মূল্য প্রায় ৯.৮ মিলিয়ন ডলার । সবই ঠিক আছে মাগার এয়ার টু গ্রাউন্ড অ্যাটাকের সাথে এয়ার টু এয়ার অ্যাটাকের ক্যাপাবিলিটি থাকলে ভালো হইত । #:-S


২. এমআই-১৭১এসএইচ:



বহুবিদ কাজের উপযোগী রাশিয়ার তৈরি এই এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার। এপ্রিলের শুরুর দিকে দেশে পৌছায় এমন ৬ টি হেলিকপ্টার । একেকটি কপ্টারের মূল্য ১৫ মিলিয়ন ডলারের কাছাকাছি । বিভিন্ন মিশন যেমন- সৈন্য ও মালামাল পরিবহন, ট্রুপ ফায়ার সাপোর্ট, এয়ার টু সারফেস অ্যাটাক, কমব্যাট সার্চ এন্ড রেসকিউ অপারেশনে ব্যাবহার করা যায় । ৩ জন ক্রু সহ ৩৬ জন সৈন্য বহন করতে পারে । এটায় আছে অত্যাধুনিক Shturm-V high-precision গাইডেড মিসাইল সিস্টেম যেটা রিয়াক্টিভ আর্মর দ্বারা সুরক্ষিত যেকোনো ট্যাংককে ধ্বংস করতে পারে । এছাড়াও এতে আছে 80 S-8 আনগাইডেড রকেট, GSh-23L 23mm ক্যানন ও 7.62mm PKT মেশিন গান । চরম এক খান মাল নিছে , সব কামই করতে পারে । :-0


বাংলাদেশ নৌবাহিনী :

১. বিএনএস সমুদ্র জয় :



বিএনএস সমুদ্র জয় বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় ও ভারী যুদ্ধ জাহাজ । এটার আগের নাম ছিল USCGC Jarvis যা আমেরিকান কোস্ট গার্ড এ কমিশন্ড হয়েছে ১৯৭২ সালে । বুঝলাম না এত পুরান মাল আনার কি দরকার ছিল । আমাদের দেশেই তো যুদ্ধ জাহাজ তৈরি হচ্ছে । আর আনলে তাদের নৌবাহিনীর একটা জাহাজই নিয়া আসত । যাই হোক নিয়া ফেলছে, এখন এইটা তো আমাদের কাজেই লাগবে । যদিও এখনো তেমন কিছু শুরু করে নাই তবুও প্ল্যান আছে এটায় ৮ টা অ্যান্টি শিপ মিসাইল, ৮ টা সারফেস টু এয়ার মিসাইল, ১ টা 76mm মেইন গান , ২ টা ৬ ব্যারলের 30mm গেটলিং গান এবং ৬ টা টর্পেডো লাগান হবে । গুড লাক । :)


২. ডোরনিয়ার ২২৮ এনজি :



দেশের সমুদ্রসীমায় সার্বক্ষাণিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক ডোরনিয়ার ২২৮ এনজি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। নজরদারির কাজে বিশেষভাবে ব্যবহৃত এই উড়োজাহাজ দেশের পুরো সমুদ্রসীমা দ্রুততর সময়ে প্রদক্ষিণ করতে সক্ষম। জার্মানির তৈরি এই প্লেনটি একটানা ১০ ঘণ্টা আকাশে বিচরণ করে দুই হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে সক্ষম।





এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । শুধু সামরিক যানবাহনের দিক দিয়েই নয় প্রশিক্ষণ ও রণকৌশলেও অনেক দিক দিয়ে উন্নত আমাদের সেনারা । তারই একটা নিদর্শন বাংলাদেশ আর্মির প্যারা কমান্ডো টিমের ছবি । যদিও এটি পোস্ট বহির্ভুত ছবি তারপরেও আমার খুব পছন্দের । দেখলেই একটা জোস জোস ভাব আসে ।


তথ্যসূত্র –
http://www.bdmilitary.com
উইকিপিডিয়া ও গুগল মামা

মিলিটারি ভেহিকেল সম্পর্কে আমার আর কিছু পোস্ট :
বিশ্বের সেরা ১০ টি ব্যাটল ট্যাংক :পর্ব ১
বিশ্বের সেরা ১০ টি ব্যাটল ট্যাংক :পর্ব ২
বিশ্বের সেরা ১০ টি ফাইটার প্লেন : পর্ব ১
বিশ্বের সেরা ১০ টি ফাইটার প্লেন : পর্ব ২
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

মেহেদী নামের এই ছেলেটিকে কি আমরা সহযোগীতা করতে পারি?

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১০:০৪


আজ সন্ধ্যায় ইফতার শেষ করে অফিসের কাজ নিয়ে বসেছি। হঠাৎ করেই গিন্নি আমার রুমে এসে একটি ভিডিও দেখালো। খুলনার একটি পরিবার, ভ্যান চালক বাবা তার সন্তানের চিকিৎসা করাতে গিয়ে হিমশিম... ...বাকিটুকু পড়ুন

দ্য অরিজিনস অফ পলিটিক্যাল জোকস

লিখেছেন শেরজা তপন, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৯


রাজনৈতিক আলোচনা - এমন কিছু যা অনেকেই আন্তরিকভাবে ঘৃণা করেন বা এবং কিছু মানুষ এই ব্যাপারে একেবারেই উদাসীন। ধর্ম, যৌন, পড়াশুনা, যুদ্ধ, রোগ বালাই, বাজার দর থেকে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ভালোবাসা নয় খাবার চাই ------

লিখেছেন শাহ আজিজ, ২৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০৬


ভালোবাসা নয় স্নেহ নয় আদর নয় একটু খাবার চাই । এত ক্ষুধা পেটে যে কাঁদতেও কষ্ট হচ্ছে , ইফতারিতে যে খাবার ফেলে দেবে তাই ই দাও , ওতেই হবে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় ইউনিভার্সিটি শেষ করার পর, ৮০ ভাগই চাকুরী পায় না।

লিখেছেন সোনাগাজী, ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৭



জাতীয় ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করে, ২/৩ বছর গড়াগড়ি দিয়ে শতকরা ২০/৩০ ভাগ চাকুরী পেয়ে থাকেন; এরা পরিচিত লোকদের মাধ্যমে কিংবা ঘুষ দিয়ে চাকুরী পেয়ে থাকেন। এই... ...বাকিটুকু পড়ুন

×