মিলিটারি ভেহিকেল,ওয়েপন আমার খুব পছন্দের বিষয় । মাঝে মাঝে এগুলো নিয়ে পড়াশোনা করতে ভালোই লাগে । তবে সুন্দরী রমণী কার না ভালো লাগে আর মিলিটারি ডিপার্টমেন্টেও যে অনেক রূপবতী আছে তা আগে আমার চোখে পরেনি । কয়েক দিন তুমুল খোঁজাখুজির পর তেমন কয়েকজনকে পেয়ে গেলাম যাদেরকে একবার দেখলে মন ভরে না । কিন্তু আমি একলাই দেখমু আর আপনারা না দেইখা থাকবেন এইটা কোন কথা হইল ? তাই দিয়া দিলাম আমার পছন্দের সব রমণীদের ফটু
উনারে দেখলেই আমার ক্যান জানি “মাসুদ রানা”র “সোহানা”র কথা মনে পরে
কিচ্ছু কমুনা, খালি চায়া চায়া দেইখা যান
চেহারা খান দেখছেন, পুরাই নেশা নেশা লাগে
উনার হাতে গুলি খায়া মরতেও রাজি আছি
চোখ দেইখাই পাগলা হইয়া গেছিরে
নিশ্চয়ই কোন এলিট ফোর্সের। মাইয়ার ভাবখানা দেখছেন
উনারে খুইজ্জা পাইতে বহুত কষ্ট হইছে
ইসারায়েলের মাইয়ারা এত কিউট ক্যান
মাইয়ার ভাব দেখছেন? নগদে প্রেমে পইরা গেছি
ইশ, ক্যান যে রাশিয়ায় জন্মাইলাম না
রাশিয়ায় এত সুন্দরী ক্যান ?
এগেইন রাশিয়া
খুব পছন্দের ছবি । জানি না কেন তারপরেও ভালো লাগে ।
এইটা আমার সবচেয়ে পছন্দের রমণী । চেহারায় কি যেন একটা আছে দেখলেই জানি কেমন লাগে ।
এই বার আসেন আমাদের দেশের আপুদের দেখি । উনারাও কিন্তু কোন অংশে কম না ।
উনারা কিন্তু এসএসএফ এর মেম্বার । সো সাবধান । উলটা পাল্টা কিছু করতে যায়েন না আবার ।
আর নিচের শক্তিমান রমণীকে পছন্দ করছি আমার এক বন্ধুর লাইজ্ঞা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




