বাইরে আসার পর বাসায় নিজের মোবাইল থেকে না পাঠিয়ে নেট থেকে ফ্রী এস.এম.এস করতাম romsms.com। এইখানে থেকে ফ্রী এস.এম.এস পাঠালে ম্যাসেজের শেষে লেখা থাকতো http://www.romsms.com আমি আর এই ব্লগের অদ্ভুত ভালবাসা একই বাসায় থাকতাম।
ওর বাসা থেকে একবার কিছু কাপড় পাঠাইতে চাইলো। ও বাসায় এস.এম.এস করে এইখানের ঠিকানা লিখে দিলো। কয়েকদিন পর ওর কাপড় যখন আসলো তখন দেখলাম কাপড়ের উপরে ঠিকানার পর বড় করে লেখা romsms.com। এইটা দেইখা আমরা রুমমেটরা হাইসা গড়াগড়ি খাইলাম।
কয়েকদিন পর আমার বাসা থেকে কাপড় পাঠাতে চাইলে আমি ফোন করা অবস্থায় এস.এম.এস দিয়ে ঠিকানাটা দিয়ে দেই। আর আমি নিশ্চিতও ছিলাম আমার বেলায় এইরকম ঘটবে না। কারন যে ঠিকানা লিখবে সে ভালো করেই জানে শেষের ঐটা কি।
এক সপ্তাহ পর আমি যখন পোস্ট অফিস থেকে কাপড় বাসায় এনে উপরের মোড়ক খুলি তখন দেখি ঠিকানার নিচে লেখা ঐ একই জিনিস বড় বড় করে লেখা...
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




