ছোটকালে একবার অনেকদিন ধৈরা চুল কাটি নাই দেইখা চুল অনেক বড় হৈয়া গ্যাছিলো। ভাবছিলাম পরে কাটুম পরে কাটুম। এই কৈরা আর কাটা হয় নাই।
ঐ বড় চুল নিয়াই মামার লগে একবার তার শ্বশুর বাড়িতে গ্যাছিলাম। নানার বাড়িতে তিন্দিন ছিলাম। একদিন বিকালে আমার শখের নীল গ্যাঞ্জি আর একটা থ্রী-কোয়ার্টার প্যান্ট পৈড়া এলাকাতে ঘুড়তে বাইড়াইছি মামার লগে।
তার এক খালা শ্বশুরের বাড়িতে গ্যালাম। যাওয়ার পর থিকাই দেখলাম মামার দুই খালা শ্বাশুরী আমারে দেইখা ফিস্ফিস কর্তাছে। কিছু বুঝবার পার্লাম না তাগো কথা। একটু পর আমাগো দুইজনেরে খাইতে দিলো।
খাওয়ার সময় আমার মামারে ডাক দিলো, "বাবা, তোমার ভাগ্নীরে নিয়া খাইতে আসো।"
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




