মূল : কফি হাউজের সেই আড্ডাটা
কথা- গৌরী প্রসন্ন মজুমদার
সুর- সুপর্ণ কান্তি ঘোষ
শিল্পীঃ মান্না দে
রিমেকঃ রাসায়নিক অপদার্থ
পার্কের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই...
রোকন চবিতে; ফাহিম, ইমন চুয়েটে
নেই তারা আজ কোন খবরে
আড্ডার শিরোমণি মাস্টারদা নূর
এখন পড়াশুনা করে শুনি মিরপুরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
শুধু বিরহের গান গায় ঝন্টু দা'য়
রাকিবটা পড়ছে মেডিক্যাল টেকনোলজি
পড়ার চাপে জান বুঝি যায় যায়...
পার্কের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই...
সালাউদ্দিন আজ যে সবচেয়ে ভালো আছে,
শুনেছি বুয়েটে খুব নাম তার
মহিবুল্লাহ লেখাপড়া ছেড়েই কি দিলো নাকি
ফেসবুকে খেলো মাথা ছেলেটার
মায়াবী মুখখানা, নাদুস নুদুস নাদভীটা
এখন নাকি সকলের দাদুভাই,
জমিদার তৌফিকের জমিদারি ভাবখানা
এখনও যে এতটুকু কমে নাই...
পার্কের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই...
চারকোনা ফ্লোরটায় দুই-তিন ঘণ্টা
জমিয়ে খেলাধুলা চলতো
কখনও ফুটবল, কখনওবা ক্রিকেট
কখনও শুধুই আড্ডায় মাগরিবের
আজান কানে আসতো...
নায়ক নায়ক চেহারা, সবসময় ড্যাম স্মার্ট
মুছে যাচ্ছে রেদোয়ানের নামটা
বাদের দলে আরেক নায়ক সজীবের দখলে
পার্টি অফিসের বড় চেয়ারটা
মৃদুভাষী আরিফ ভাই যে কটা কথাই বলে
রসে যেন ভরপুর থাকতো
আশিকের ভয়ংকর সুন্দর হাসিতে
ভুবনটা কাপিয়ে আড্ডাটা প্রান ধরে রাখতো...
পার্কের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই...
পড়াশুনাই ধর্ম হাফিজ আর তারিকের
বইয়ে মুখ গুজেই কেটে যায় দিনটা
ব্যাতিক্রমি মেধা আমাদের রিয়াজ মুনিম
পেল নাতো প্রতিভার দামটা
"আনকোরা"র বড় নেতা সাকিব এখন বড় কবি
ফেসবুকে কত শত ফ্যান তার,
সুদর্শন আরেক কবি উদয়নের বিরহে
হোমপেজটাও যেন হয়ে থাকে ভার...
পার্কের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই...
দুর্দান্ত পারফর্মার
রুবেলের দিনগুলো
সময়ের সাথে আজ বড় একা হায়,
বহু আগেই দলছুট নাহিয়ান, ইহাম-অর্ণব
জিহান-দোহা দীর্ঘশ্বাসেই আজ আসে যায়...
সেই বাদ খেলুয়াড়রা নেই আজ, পার্কটা তবু আছে
চারকোনা ফ্লোরটাও খালি নেই
টিলামতো পাহাড়টা এখনও সবুজ আছে
শুধু সেই সেদিনের মালি নেই
কত প্রতিভার বেড়ে ওঠা এই পরিত্যাক্ত পার্কে
কত প্রতিভা "স্লিপারে" ঝরে যায়
কত প্রজন্ম এলো গেলো, আরও কত আসবে
স্মৃতিগুলোই শুধু থেকে যায়...
পার্কের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই
বাদ খেলুয়াড়দের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই
লা লা লাল্লা লালা লা লালা লা, লালা লালা লা...
(এই রিমেড লিরিক্সের সকল চরিত্র বাস্তব, তবে মাত্র একটি করে বাক্যে একেকজনকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে-যেটা প্রায় দুঃসাধ্য একটা কাজ। ছন্দের অমিল কিংবা আরও নানাবিধ ভুল থাকাটা অস্বাভাবিক নয়, কাউকে কোনভাবে ছোট করা হয়ে থাকলে সেটা নিতান্ত অনিচ্ছাকৃত।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




