আন্না ডয়লে,নিশাত,মালালাদের চাপে যখন সালমান বিন আব্দুল আজিজরা গাড়ি চালাতে দিতে বাধ্য হতে থাকে।করণ জোহাররা যখন তাপসী পান্নুদের সমঝে চলতে থাকে। তখন আমাদের স্কুলে অ্যাবসেন্ট থাকাকে মেয়েলি হিসাবে ধরা হতে থাকে,মুসলমান হয়ে মন্ডপে যাওয়াকে ইয়ে চোখে দেখা হতে থাকে।মাথা নাড়ানোকে,কান্নাকে,কথা বলাকে,ঝগড়া করাকে মেয়েদের সমর্থক হিসাবে ধরা হয়।সন্দেহ প্রকাশ করাকে নাস্তিকতা ধরা হয়।ব্রিলিয়ান্ট টিচার হয়েও হাফ স্কুল করে পালাতে হয়।"ম্যানলি বিহেভিয়র" এর অশিক্ষিত সংজ্ঞা তৈরি হতে থাকে।Be Manly Be Manly করতে থাকে।শবে কদর,শবে বরাত স্পেশাল হতে থাকে।বাকি দিনগুলো সাধারণ হয়।ইংলিশ কে একমাত্র ইয়ে ধরা হয়।নূরানী দাঁড়ি এর ভক্তরা ৭০০০ টাকার জন্য রাত ১১ টা পর্যন্ত হন্যে হতে থাকে।সেন্ট এর আড়ালে "সাম্প্রদায়িকতা" এর উৎকট গন্ধ কেউ কেউ পেতে থাকে।ফলে তাদের নাক কেটে ফেলার পরামর্শ না হলে টিসির ভয় দেখানো হয়।জিন্স প্যান্ট পরাকে বাবা-মার না শেখানোর ফল ধরা হতে থাকে।হিজাব পরার উপকারিতা ঢুকানো হতে উপরের একজনের ভয় দেখানো হতে থাকে।আমরা মাথা নাড়াতে থাকি।ছোট বয়সে প্রশ্ন করাকে নাস্তিকতার পর্যায় ধরা হয়।হূমাউন আজাদের বই পড়াকে ঈশ্বর বিরোধীতার প্রকাশক হতে থাকে।মননশীল ধর্ম স্যারগুলোর কাছে আমরা জিজ্ঞাসা করি না কেমন আছেন।আমাদের চিকন বুদ্ধিগুলা ব্লাডারে হত্যিত হতে থাকে।"অ" "ন" প্রকাশিত হতে থাকে।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



