প্রলম্বিত অনস্তিত্ব
মূলত আমরা অজাচার,বিরাট পৃথিবীতে নিজেদের মত করে।
সবাই একক অজাচার।
অপ্রকাশিতব্য-
দুর্গন্ধময় ভোর এসে পৌছে গেছে।
সকাল আলো নয়, তাছাড়া
আলো নিত্য নয়-সকালই অন্ধকার।
আমরা সকলে অন্ধকারের মৃত্যু প্রলম্বিত করি সকালে বেঁচে উঠে।
মূলত আমরা বিশ্বাসঘাতকতা করি গলিত জন্তুরূপ শিশুদের গন্ধের সাথে-
যারা মারা গিয়েছে সিডনে।
অথবা কোথাও না।
কারণ বহুদিন হয়ে গেছে,
পৃথিবীর বড় নর্দমাগুলাতে আমাদের অনেকদিন ডুব... বাকিটুকু পড়ুন

