এখনও
তাসনীম জামান লাবীব
এখন,
বসন্ত আর বৃষ্টিকে সাক্ষী বানানো অভিসারগুলো,
হঠাৎই,
অভিসারী আর অভিসারিণীকে নাও চিনতে পারে।
ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাস ক্রমাগত বাড়ছে।
তবে,
অস্তিত্বের অতলান্তে জড়িয়ে থাকা সত্ত্বা চিৎকার করে সবসময় এখনও।
অনুভূতিতে উপচে পড়া মন।
দুই থেকে এক হওয়ার প্রাগৈতিহাসিক প্রক্রিয়া এখনও এক।
ঐতিহাসিক ঘটনাগুলো ফিরে আসে রূপকের ঘাড়ে চেপে।
বলতে থাকে প্রাচীনতম অনুভূতির কথা।
যন্ত্রময় কষ্টে কেউ কেউ মন থেকে আরোপিত হাসি দেয়।
তাদের অনুপ্রেরণা জানা ঠিক নয়।
এখনও
প্রতিরাতে জমা হওয়া অভিসারিণীর প্রতি রাগ ভোরবেলায় অঘোরে ঘুমায়
প্রত্যেক প্রপিতামহের বাড়ির কিচ্ছা লুকিয়ে থাকে?
চড়ুইয়ের স্নান দেখেই আমি বুঝে যায় আর কতটুকু বাকি আছে সময়
আমাকে প্রচন্ড আকারে ভালোবাসতে হবে
খেদ নিয়ে মরতে আমার ভালো লাগবে না।
আমার এখনও বিশ্বাস আছে সেই অনুভূতিতে
যা পূরণ করেছে আমাদের অস্তিত্ব।
অবশ্যই এখনও আমার ভালোবাসায় বিশ্বাস আছে।
চোখে চোখ রাখা।
আদি ও অকৃত্রিম।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



