সভ্যতা ধবংসের নিনাদ শুনতে পাইনি।
নতুন সুরের আগমনে মোহাচ্ছনে ছিলাম আমরা।
তাই আজ আমাদের এই স্বখাত সলিল কষ্ট।
কত কষ্টের নির্মাল্য নীরবে ধুয়ে মুছে গেছে;
তথাকথিত মানুষদের স্রোতানলে,
প্রতারক ঈশ্বর নিখোঁজ আজ,নিখোঁজ সংবাদে রণিত একশ আকাশ।
অনেক বড় পুরষ্কার আছে,ধরা দেবে কি?
তার অস্থিমাত্রস্র দেবালয়ে তো আজও নিত্য নির্মাল্য পড়ে
দিনে দিনে জমেছে অনেক সুরের লড়াইয়ের গল্প।
সুর ও মানুষ।
ঈশ্বর আজও প্রতি বিজয় শেষে,প্রতি রাতে,নীরবে হুঙ্কার দিয়ে।
মানুষের আরাধনা নিয়ে ফিরে যায় কথিত সপ্তাকাশে
অথবা ভেসে যায় শারদীয় বাতাসে।
ভেসে গেছে মানুষ তাদের বিশ্বাসের দাস হয়ে,
তাদের ঈশ্বরের জন্যি,কেন থামাবে সে?
মানুষ কোন ছার!বারবার তাই হেরে যাই।
সঙ্গে নিয়ে ঈশ্বরের বিশ্বাসঘাতকতার স্মৃতি।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



