এই শহরের কোনো পথে হয়তো এখনো মানুষের পা পড়েনি
তার শুন্যতার সাথে একাকীত্ব ভাগাভাগি করে একাকার হয়ে শেষে
চির-পবিত্র সেই স্থান ছুয়ে আমিও পবিত্র হয়ে শেষে,
শেষ নিঃশ্বাস ফেলে
শূন্যতার মিছিলে শেষ সারিতে দাঁড়িয়ে
শেষ চীৎকার তুলে
রক্তাত্ত গলায়,প্রাণেশ্বরের আরাধানা করে
তারই উদ্দেশ্যে আমারই মহাপ্রয়াণ হবে।
এই শহর থেমে গেলে,
চাকাগুলো যদি চারকোনা হয়ে গেলে,
চিৎকার গুলো শেষে সহমত হয়।
জানি সবই সমান্তরাল হয় না,
প্রচন্ড বৃষ্টির দিনেও সিক্ত আকাশ কারো মনে দোলা তোলে না
আমার তাদের নিয়েই তাদের নিয়ে ভয় হয়,তার কি নতুন সুর?
তারা এত নীরব আর শান্ত যে;
আমাদের হাল্কা আওয়াজও প্রচন্ড বেমানান
আমার ভয় হয়-
হয়তো এই ভয় অবিরাম,
শেষ হওয়ার নয়।
রাস্তার ধারের গাছের ছোট পাতাগুলো ,
যারা এখনো কোনো ষড়যন্ত্র শোনেনি
তারাও হয়তো বসন্তের সাথে বিশ্বাসঘাতকতা করবে।
আর ফুটবে না সকালের পথিকের জন্য।
যদি এই সময়ে ভালোবাসা নিয়ম মেনেই হয়ে থাকে
তাহলে ঘৃণা আসুক বিশৃংখলার অনুঘটক হয়ে
নিয়ম বদলে গেছে এই শহরে
এই শহরে মানুষরা এখন নীরব
অসুররা চিৎকার করে।
শতাব্দী ধরে টিকে থাকা মানুষের অনুভূতি গুলো এখন,
স্বাভাবিক মৃত্যুর আশা বোনে,
এখন তারা তাদের মৃতদেহের সৎকারের জন্য জায়গা খোজে।
কিছু মানুষের কাছে;যারা বাচিয়ে রেখেছে জোর করে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



