মূলত আমরা অজাচার,বিরাট পৃথিবীতে নিজেদের মত করে।
সবাই একক অজাচার।
অপ্রকাশিতব্য-
দুর্গন্ধময় ভোর এসে পৌছে গেছে।
সকাল আলো নয়, তাছাড়া
আলো নিত্য নয়-সকালই অন্ধকার।
আমরা সকলে অন্ধকারের মৃত্যু প্রলম্বিত করি সকালে বেঁচে উঠে।
মূলত আমরা বিশ্বাসঘাতকতা করি গলিত জন্তুরূপ শিশুদের গন্ধের সাথে-
যারা মারা গিয়েছে সিডনে।
অথবা কোথাও না।
কারণ বহুদিন হয়ে গেছে,
পৃথিবীর বড় নর্দমাগুলাতে আমাদের অনেকদিন ডুব দেয়া হয় না।
আমরা মূলত এসিড,চোখ ধোয়া।
দ্বিখণ্ডিত জিহ্বা আলোড়িত।
মূলত আমরা অনেক দিন ধরে থেমে আছি।
আমাদের যাত্রাহীন হওয়ার যাত্রাকে এভাবে বর্ণনা করা যেতে পারে-
শিশুরা লড়াই করে এমন একটা স্থানে ,
যেখানে ঘুড়ি হলো সিগারের ধোঁয়া।
শিশুরা যখন ঘুড়ি ধরতে যেয়ে জন্তুতে পরিণত হয়
মূলত তখনই আমরা চূড়া থেকে নেমে ভাসছি।
আর কোবানের শিশুটা হারিয়ে গেছে শুঁয়োপোকার কাছে।
মূলত আমরা অনেকদিন ধরে থেমে আছি।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



