ঈশ্বরের প্রতি ঘৃণাঞ্জলি
তাসনীম জামান লাবীব
অশৌচ হাতের তৈরি শুচিত জিনিসে শৌচের বর্ণনা থাকে।
ঈশ্বর অসুখী,এখনই ছাঁদ থেকে কেনো পড়ে না?
ঈশ্বর কি অসুখী চরিত্র?নাকি দ্বিতীয় নার্সিসাস?
সমস্ত মিথ কি শুধু তার?
বাগানের নিচে ভূত আছে?শহরে কালো হাত আছে?
দ্বিতীয় প্রথম ঈশ্বর?
অন্য কোনো ঈশ্বরের সাথে সে বাজি ধরেছিল?
তার রক্তে অক্সিজেনের পরিমান কমে আসছে।
এই ঈশ্বরের রক্তে ঘৃণার খেলা।
এই ঈশ্বর আমায় আশ্রয় দেবে?
আশ্রয় যার ধূপকাঠিতে আর অর্থহীন ঘূর্ণনে?
আমায় আবার ডাকে।
আমি কি এত বোকা নাকি?
আবার ফিরব এই অধৃশ্য ঈশ্বরের কাছে?বকেশ্বর হয়ে?
আমি কি বোকা নাকি?
এই নষ্ট ঈশর,এই নষ্টা দেবী,এই পচে যাওয়া তার ধর্ম
কে সরাক সামনে থেকে।
আমি সত্যি সহ্য করতে পারছি না।
এই হিংস্র ঈশ্বর আর তার নিয়মের কাছ থেকে আমি মুক্তি চাচ্ছি।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



