সুবোধ জেল থেকে ছাড়া পেয়েছে
তাসনীম জামান লাবীব
সুবোধের বোধহয় বোধোহয় হয়েছে
শতাব্দী সহস্র বছর প্রতিরোধের পর
সুবোধ আজ ক্লান্ত।
সুবোধ জেলে বন্দী নয়,আরো কলুষিত মানুষের সাথে মিশে
সুবোধের আজ ফেরার জায়গা নেই।
অধুনা ঈশ্বরের কাছে সবাই আজ পরাজিত।
কারণ-
কারণ আমরা তো চিরকালীন বকেশ্বর
সে কেন বাদ থাকবে?
সুবধের সময় ফুরিয়েছে।
মহা প্রতিরোধ আর মধ্য গগন পেরিয়ে
শহরের মাঝখানের সমাধিস্থলে
মানুষের মানবীয় মনে সুবোধ আজ সমাহিত।
কারণ-
কারণ সে যন্ত্র নয়।
তারই সমাধির উপর আজ অনেক বোধের মারামারি।
সুবোধের জ্ঞান হয়েছে,টনটন জ্ঞান সম্পন্ন
সুবোধ এখন পরিণত,সতর্ক।
সত্য আর সাত্যিক পথ ছেরে সুবোধ আজ অনেকের মত নিরপেক্ষ।
যা হচ্ছে হোক।
কারণ-
যখন সত্য বলতে হয় সাবধানে,ফিসফিস করে।
যখন মিথ্যারা অস্তিত্বের আনন্দে চিৎকার করতে থাকে,
ক্ষণকাল মহাকালকে গ্রাস করে,কেন করবে না?
সত্যের প্রেক্ষাপট এখন অনেক ভিন্ন।
সর্বভুকের মতই।
তখন,
প্রাচীন রূপকথার সর্বজয়ী আর শক্তিশালী
সুবোধ দিনশেষে চোখের জল মোছে।
হবে কি?হবে কি?
হবে না,কারণ সত্যের সংজ্ঞা আজ পরিবর্তিত।
সুবোধ আজ জেল থেকে ছাড়া পেয়েছে।
ক্লান্ত আর ভাঙ্গা শরীরে।
শুধু অবয়ব নিয়ে,বোধছাড়া।
ছিঃ ছিঃ,বোধহীন সুবোধ,হয় কি?
তুমি কি শুধুই দেয়ালিকাতে বন্দী আবেগ?
আরেকবার হোক না।হবে কি ?হবে কি??
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



