জীবিত ইকারাস
তাসনীম জামান লাবীব
ইকারাস,তুমি কি জানো তুমি এখনও জীবিত?বেঁচে আছ?
রূপক বেশী হয়ে।
তোমার রক্তমাংসের শরীর এখন যান্ত্রিক পৃথিবী দখল করেছে?
তোমার ডানা এখন সাম্রাজ্যবাদের দখলে,
সূর্যের জায়গায় আমরা ছুটে চলেছি অসীম কোনো পথে
হয়তোবা ঈশ্বরকে ছোঁব বলে
হয়তোবা নতুন ঈশ্বর হব বলে।
অথবা অমরত্ব স্পর্শ করব বলে ।
ডানার মোম আমাদেরই উচ্চভিলাষী কল্পনা।
এইবার কোনো কিছুর উত্তাপেই আমরা দেহ থেকে বিচ্ছিন্ন হব না।
আমাদের কোনো ডেডালাস নেই ইকারাস,
কে আমাদের সাবধান করবে?
তাই নিজেদের নিয়মেই ছুটে চলি।
"সূর্যের অতি নিকটবর্তী হয়ো না"-কেউ বলে না।
নিজেদের ধৃশ্যে নতুন নিয়ম গড়ি।
যদি না পছন্দ হয়,ভেঙ্গে ফেলে আবারও।
আবার ছুটে যাই।
শতবর্ষী আত্মমৃত মানুষ উত্তরাধিকার সূত্রে মৃত আত্মা দিয়ে যায়।
অচল জিনিস কেন সচল হবে?
তবে আমরা বরাবরই গর্বিত।
আমাদের উপাখ্যান কেউ পড়বে না।
সহস্র বছর আমাদের গল্প থেকে নীতিকথা পড়ানোর মত কেউ থাকবে না।
তুমি ভাগ্যবান ইকারাস
তোমার পতনও আমরা স্মরণ করি।
আমাদের পতন গল্প কেমন হবে?
শতবর্ষ মাত্র।
"অতঃপর মোম গলে গেল,হতভাগ্য ইকারাস অতিউচ্চ হতে সাগরে পতিত হল।"
এমন মোহনীয় করে কে আমাদের উপাখ্যান লিখবে?
কবে আমাদের উচ্চাভিলাষী কল্পনা ভাঙবে?
বলো না?
ততদিন আমারা ছুটতে থাকি।
অতি উচ্চেরও উপরে,সৌভাগ্য নিয়ে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



