দুইবন্ধু রাস্তায় গল্প করছে। এমন সময় তাদের পাশদিয়ে অপরিচিত একজন টাক মাথা লোক যাচ্ছিল।
তখন প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে- তুই যদি ঐ লোকের মাথায় হাত বুলাতে পারিস তবে তোকে একশত টাকা খাওয়াব।
দ্বিতীয় বন্ধু- এটা কোন ব্যাপারই না। দেখ কি করি।
এই বলে দ্বিতীয় বন্ধু টাক লোকটির মাথায় হাত দিয়ে বলল- কিরে রবিন, কোথায় যাস্?
টাক লোক- ভাই আপনার ভুল হয়েছে। আমি রবিন না।
দ্বিতীয় বন্ধু- আচ্ছা ভাই ভুল হয়েছে।
দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর কাছে ফিরে আসার পর প্রথম বন্ধু- তুই যদি আবার ঐ লোকের মাথায় হাত বুলাতে পারিস তবে তোকে দুইশত টাকা খাওয়াব।
দ্বিতীয় বন্ধু- এটা কোন ব্যাপার হল। আবার দেখ্।
দ্বিতীয় বন্ধু আবার গিয়ে টাক লোকটির মাথায় হাত দিয়ে বলল- কিরে রবিন, তুই আমার সাথে ইয়ার্কি করছিস নাতো?
টাক লোক- ভাই আপনার আবার কোথাও ভুল হয়েছে। আমি রবিন না।
দ্বিতীয় বন্ধু- ভাই সরি।
দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর কাছে ফিরে এসে বলল- দে আমার টাকাটা দে।
প্রথম বন্ধু- তুই যদি এবার আবার ঐ লোকের মাথায় হাত বুলাতে পারিস তবে তোকে একেবারে পাচঁশত টাকা খাওয়াব।
দ্বিতীয় বন্ধু- কথাটা যেন মনে থাকে। তবে দেখ্।
এবার আবার দ্বিতীয় বন্ধুটি গিয়ে টাক লোকটির মাথায় হাত দিয়ে বলল-
জানিস রবিন, আমি না তোকে মনে করে এক টাক্কুর মাথায় দুই বার হাত দিয়েছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





