প্রতি বছর শীত আসে শীত যায়।
অভাবী, দুস্থ মানুষেরা শীতে কষ্ট পায়।
সে কষ্ট আমাদেরও নাড়া দিয়ে যায়।
কিন্তু নাড়াটা দেয় মাঘের শেষে শীত যখন তার তীব্রতা শেষ করে যাই যাই করছে.. তখন।
ঠিক সে সময়টাতেই দেখা যায় এখানে সেখানে বিভিন্ন ভলান্টিয়ার গ্রুপ শীত বস্ত্র কালেকশন ও বিতরনে ব্যস্ত।
বলছি-
সেই আয়োজনটা তো আমাদের করা উচিত শীতের শুরুতে।
যাতে আগামী শীতটা অসহায় দরিদ্র মানুষের কিছুটা হলেও আরামে কাটে।
আল্লাহ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুক
সাথে যাদের সামর্থ্য আছে তাদেরকে সমাজের দুঃখী মানুষদের যথা সম্ভব সহযোগীতা করার তৌফিক দিক।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





