2. স্বাধীনতার কিছু পরে আমার জন্ম। তাই আমি স্বাধীনতা দেখিনি। দেখিনি তার পরবতর্ী কিছু ঘটনা-দুর্ঘটনা।
3. স্বাধীনতার ইতিহাস খুঁজতে গিয়ে একটা কষ্ট সবসময় বুকে চেপেছি, দেশি হোক ভিনদেশী হোক কোন লেখকই কিছু সত্য গোপন করেছেন। সহজ-সরল তথ্যটাকে সরাসরি বলেননি।
4. প্রতি বছর 16 ডিসেম্বর উপলক্ষে জেলা শহর থেকে একটি স্মরণিকা প্রকাশিত হয়। আয়োজন করা হয় বিজয় মেলার। কিন্তু সেখানে মুক্তিযোদ্ধাদের খুঁজে পাওয়া যায় না। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে রাজনৈতিক বক্তৃতাই প্রাধান্য পায়।
5. দুঃখ লাগে, যখন আমার বয়েসি কেউ স্বাধীনতা বিষয়ে রক্তাক্ত ভূমিকায় অবতীর্ণ হয়- কলমে কিংবা বাস্তবে।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



