ভালো আছো। হয়তো! যেমন ভালো থাকে
একটা ক্ষয়িষ্ণু চাঁদ- পূর্ণতার
প্রতিক্ষায় কিংবা আবারো ক্ষয়ে যাবার
বাস্তবতায়। যেমন নদী ক্ষয়ে যায়-
চলতে চলতে- আবারো পূর্ণতা পায়, আবারো
ক্ষয়ে যায়, আবারো...। শুধু মানুষ-
ক্ষয়ে যায়, মিশে যায়, পূর্ণতা পায় না। হয়তো...
হয়তো অর্থহীন সে নিরুদ্দেশ পথ চলা। তবুও,
নির্জনে নীল জোছনারা খুঁজে ফেরে সেই
অনর্থক দিনগুলোকে; একান্ত অবসরে
হৃদয়ের বিষুবরেখায় ছায়া ফেলে ক্ষয়িষ্ণু
চাঁদ। মায়াবি আলোয় জেগে ওঠে স্মৃতির
রেখা- দেখে কি চম্কে ওঠো?
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



