প্রত্যেক মানুষেরই জন্মগত অধিকার তার নিজের মত প্রকাশ করার।
কেউ মুক্তিযুদ্ধকে সমর্থন করতে পারেন আবার কেউ বিরোধিতা।
কেউ ইসলামী মৌলবাদকে, হিন্দু মৌলোবাদকে সমর্থন করতে পারেন।
আবার কেউ তার তীব্র বিরোধিতা।
কিন্তু কারো কন্ঠরোধ করার দাবী করার অধিকার কারো নেই।
এই ব্লগে দেখছি কোন পক্ষই কাউকে সহ্য করতে পারে না।
এক চরম অসহিষ্ণুতার আবহাওয়া বিরাজ করছে।
কারো লেখা পছন্দ না হলে তাকে যুক্তি দিয়ে পরাজিত করার চেস্টা করুন।
তার সঙ্গে মতাদর্শগত সংরাম চালান।
তাকে ব্যান করে দেওয়ার দাবী নেহাতই ছেলেমানুষী ছাড়া আর কিছু নয়।
এর ফলে তথাকথিত প্রগতিশীল ব্লগাররা আসলে সেই মৌলবাদী মানসিকতার কাছেই মাথা নত করছেন যার বিরুদ্ধে লরাই করছেন বলে তারা দাবী করছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




