যে যেভাবে পারছে,
স্টেজ কিংবা টিভি শোগুলোতে
বিদেশি গান গেয়ে যাচ্ছে। আমার
সঙ্গে অনেক নতুন শিল্পীর কথা হয়,
আমি যখন তাদের জিজ্ঞেস করি, কেন
তোমরা বিদেশি গান কর। তারা
আমাকে বলে, আমরা নিজে থেকে
বিদেশি গান গাইতে চাই না, ওপর
থেকে চাপিয়ে দেয়। যদি বিদেশি গান
না গাই, তাহলে অনুষ্ঠান থেকে
আমাদের বের করে দেওয়া হবে। তখন
আমার আর কিছু বলার থাকে না। আমি
যখন কোনো অনুষ্ঠানে প্রযোজকের
সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলি। তারা
আমাকে বলেন, আমাদের এ বিষয়টি উপর
থেকে চাপিয়ে দেওয়া হয়। এ উপর যে
কোন উপর তা এখনো বুঝতে পারলাম না।
তাই আমি নতুন শিল্পীদের এ বিষয়ের
জন্য দায়ী করি না। আমাদের বাংলা
গান শোনার অভ্যাস করতে হবে। আর
দেশীয় সংস্কৃতিকে ভালোবাসতে হবে।
এই উপরমহলগুলোই বোধহয় সুকৌশলে
আমাদের সরিয়ে নিয়ে যাচ্ছে নিজের
সংস্কৃতি থেকে। এই কৌশল আমাদের
পায়ের তলার মাটি সরিয়ে দিচ্ছে।
আমরা দিন দিন নিজের অস্তিত্ব ভুলে
যাচ্ছি। তাই খুব শঙ্কায় আছি।
-ফাহমিদা নবী
জানতে চাই, কারা এই উপরমহল??
জবাব পাব কি?
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



