জীবন যেন এক মুদি দোকান, ভোর সকালে খোলা মাঝ রাতে বন্ধ করা!
জীবন নিয়ে প্রায় চিন্তা হয় আজকাল, তেমন কোন উত্তর পাই না! তবে কিছু উপমার সাথে মিল খুঁজে পাই!
আমি মধ্যবিত্ত, যদিও মধবিত্তের সংজ্ঞা খুঁজে পাই নানান কিসিমে, এর যে কোন একটা ক্রাইটেরিয়াতে আমিও পড়ি বলে মনে করি। এই ধরেন আমার সামান্য শিক্ষা আছে, আছে নিজের ছোট মাঝারি ব্যবসা, এর আগে প্রায় ৩৫ বছর দেশ বিদেশে নামকরা কোম্পানীতে চাকুরী করেছি, টাকা উপার্জন করেছি, আবার হারিয়েছি, আবার পেয়েছি, এখন আবার যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে আর কি!
যেহেতু মানুষ মরণশীল, আমরা এই দুনিয়াতে যাই কিছু করি না কেন, সব ছেড়ে খালি হাতে চলেই যেতে হবে, ফলে এই জীবনের কোন মানে খুঁজে পাই নাই! হাজার কোটি টাকা কামানো কিংবা সারা জীবনে কিছুই না করা, এতে জীবনের কিছুই আসে যায় না! সে তার মত করে আমাদের বিলীন ধুসর করেই দিবে!
তবে আজকাল কেন যেন জীবনকে মুদি দোকানই মনে হয়। অর্থ উপার্জনের জন্যই যেন বেঁচে থাকা, আমার প্রানের সাথে আরো কিছু প্রাণ জড়ানো, ফলে এই জীবনকে ফেলেও দেয়া যাচ্ছে না, দোকান খুলতেই হচ্ছে! খুব ভোর থেকে অনেক রাত, গ্রাহক ধরার কৌশল।
আমার পরপারে পাড়ি দেবার পরেও এই দোকান কেহ না কেহ খুলবে এবং আমার মত করেই এগিয়ে যাবে, তারা আমার পরবর্তি প্রজন্ম কিংবা অন্য কেহ! এটাই হয়ত জীবনচক্র!
জীবনকে আসলে জয় করা মানুষের পক্ষে অসম্ভব।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১১