নিজের সামান্য কিছু কথা অনলাইনে বলতে পেরে আনন্দিত হচ্ছি। যারা আমাকে ভালবাসেন, আপনাদের আমন্ত্রন জানাই। ইউটিউব এবং ফেইসবুকে Impact Asia থেকে এই ভিডিও আপলোড হয়েছে। ভালবাসার নিরীক্ষে বা আমার কথা গুলোর সত্যতা যাচাইয়ে আপনাদের প্রাণখোলা আমন্ত্রন।

ছবি ১

ছবি ২, বন্ধুরা যারা আমাকে ভালবাসেন, ইউটিউবে আমার কথা গুলো শুনে আসতে পারেন। সাথে লাইক, কমেন্ট ও সাবক্রাইব করলে আমি ও উনারাও খুশি হবেন।
প্রবাস জীবনে খাবারের সমস্যায় পড়েন। কিন্তু দেশি রান্না জানতেন না। ফলে সংকট আর কাটে না। দেশে ফিরে তাই রন্ধন-প্রণালি নিয়ে ব্লগিং শুরু করলেন। এভাবেই শুরু হয় উদরাজী রান্নাঘরের ‘গল্প ও রান্না’। এই গল্পের নায়ক রেসিপি ব্লগার সাহাদাত উদরাজী। রান্না বিষয়ক তার নিজস্ব ব্লগ সাইটে আছে এক হাজার ২০০-এর বেশি রেসিপি। যা পড়েছে ৫০ লাখের বেশি মানুষ। ভেজালমুক্ত খাবার নিশ্চিতেও সক্রিয় সাহাদাত উদরাজী। তাকে নিয়েই এবারের জয়তু জীবন।
সবাইকে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




