শুধু 'সম্পদ' লিখে 'প্রথম আলো' পত্রিকায় সার্চ দিয়েছিলাম (লিঙ্কসম্পদ)! ক্ষমতায় থেকে একেকজন কেমন বিত্তশালী হয়ে উঠছেন তা আপনিও দেখতে পারেন, শুধু কয়েকটা নমুনা পেশ করলাম, বাকী আপনারা খুঁজে দেখতে পারেন! ২০৪১ সাল পর্যন্ত থাকলে উনারা কে কোথায় যাবেন, তা ধারনা করা যাচ্ছে কি! আমার খুব জানতে ইচ্ছা হয় আওয়ামীলীগের সাধারন সমর্থকদের কি এই সব দেখেও কিছু বলতে ইচ্ছা হয় না!


















সবাই ভাল থাকুন, সংবাদপত্র যে হিসাব দিয়েছে তা তাদের নির্বাচনী হলফনামা (দাম দস্তর সঠিক না) থেকে নেয়া, এর বাইরে কত সম্পদ আছে কে জানে!
ধন্যবাদ প্রথম আলো, আপনারা অন্তত সাহস দেখিয়েছেন।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



