আমার অফিস ছোট, অনলাইনের খুব নিন্ম টাইপের কাজ কর্ম করি, মানে বিদেশের কিছু ওয়েবে প্রবেশ এবং ডাটা এন্ট্রি করে থাকি! কিছু বিষয় অনলাইনে সত্য মিথ্যা যাচাই বাচাই করি। ওয়াইফাইয়ের সাথে মাত্র একটা কম্পিউটার তার দিয়ে যুক্ত, সাথে ২/৩ জনের মোবাইল যুক্ত ওয়্যারলেসে!
অনেক দিন নেট লাইন বন্ধ থাকায় অফিসেই আসি নাই, কারন অফিসে এসে কোন লাভ ছিলো না, আমাদের প্রতি মুহুর্ত্তেই নেটলাইনের দরকার, সমস্ত যোগাযোগ আমাদের অনলাইনেই, দেশে বা বিদেশে! এই নেট না থাকায় বেশ কিছু ব্যবসাও হারিয়েছি। এখন আবার আমাদের ডকস পাঠানো, পাওয়া পুরাই নির্ভর করে হোয়াসআপ এপে কিংবা ইমুতে, সাধারন লোকেরা বিশেষ করে প্রবাস থেকে মানুষে মানুষে যোগাযোগের একমাত্র মাধ্যম, প্রতিটা কাজেই কথা বলার বা ভয়েস মেসেজ পাঠানোর বিকল্প নেই!
ব্রডব্যান্ড নেট লাইন চালু হওয়াতে কিছুটা খুশি হয়েছিলাম, যাই হোক, কাজ করা যাবে, ফেইসবুক টিকটক যদি নাও দেখি ব্যাপার না! কিন্তু মাননীয়রা, আপনারা নেটের যে স্লো লাইন করে দিয়েছেন, তাতে এখন কাঁদতে ইচ্ছা হয়। সকাল থেকে কোন ডক্স চেক করা তো দুরের কথা, ঘুরে ঘুরে অফ হয়ে যাচ্ছে! খুব মনো কষ্টে আছি।
আর মোবাইলে যে দুই সিমে ১০ জিবি ফ্রি পেয়েছি তিন দিনের জন্য, আমার মনে হয় না যে আধা জিবিও ইউজ করা গেছে! আমাদের আফসোস ছাড়া আর কিছু করার নেই!
হয় গতি বাড়ান, নতুবা বন্ধ রাখুন! লস যা হবার হউক, অন্তত কষ্টে রাখবেন না! (এই কয়েক লাইনের পোষ্ট লিখতে অনেক সময় নিয়েছে)

ভিপিএন চালালে আর কিছুই চলে না! একটু ইউটিউব দেখার চেষ্টা করছিলাম!
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




