ঢাকার লোকাল বাসের ভেতর বাইরের ফিনিশিং এত সুন্দর মজবুত হতে পারে, আজকে ভিক্টর পরিবহনের এই বাস না দেখলে বুঝতে পারতাম না, লক্কড় ঝক্কড় বাস দেখে আসছি এতদিন, যদিও বাসে খুব কম চড়া হয়। যাই হোক, বাসের ভেতর দেখে ড্রাইভার সাহেবের সাথে কথা বাড়ালাম, তিনি জানালেন উনার মালিকের এমন এই রুটে দুইটা বাস আছে, মালিকের ভাইদের আরো বাস আছে, মানে এটাই উনাদের পারিবারিক ব্যবসা। আরো জানলাম এই বাসের দৈনিক জমা (সব খরচ আলাদা) ৩,৫০০/-টাকা।
আরো কথা বাড়াতে জানলাম, উনার মালিকের আরো একটা ব্যবসা আছে, তা হচ্ছে মটরচালিত রিক্সা, সংখ্যা না বলতে পারলেও জানালেন অনেক। ড্রাইভার সাহেব আরো জানালেন, এই গাড়ির বডি ৩ বছর আগের বানানো, এখনো নুতনের মত ঝক ঝকে এবং তিনি সাবধানে চালান, ফলে কোন দাগ পড়ে নাই, নষ্ট হয় কম, নিদিষ্ট তারিখে ইঞ্জিন সার্ভিসিং করানো হয়।
ব্যবসা আসলে এমনি করা দরকার, যাই করেন, মন দিয়ে মনোযোগ দিয়েই করা উত্তম, খালি টাকা উপার্জনের কথা ভাবলে ব্যবসা টিকে না!
ছবি ১
ছবি ২
ছবি ৩
সবাই ভাল থাকবেন, ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫০