
মি সোহেল তাজের আপাতত ফাইন্যাল বিবাহকে আপনারা কে কিভাবে দেখলেন জানিনা, তবে আমার কাছে বেশ ভাল লেগেছে, আমি মনে সাহস ও আনন্দ পেয়েছি। ইটস এ পাওয়ার ক্যাপল নাও! প্রচুর অর্থ, অনেক সম্পদ, দক্ষ শরীর, রাজনৈতিক ক্ষমতা, জনগণের কাছে পরিচিতি সব মিলিয়ে এই দম্পতিকে আমার কাছে ভাল লেগেছে।
মি সোহেল তাজ আমাদের মত কাপুরুষ নন, তিনি এই বয়সে চমৎকার চর্বি ছাড়া শরীর বানিয়েছেন, স্ত্রীও পেয়েছেন সেই রকম, আমাদের মত পেট মোটা করে তিনি জীবন যাপন করেন না, চাইলে তিনি লুকিয়ে পেটকা গুদাম গাদ্দাম কোন মেয়েকে বিবাহ করে বা না করেও কামনা বাসনা চালিয়ে যেতে পারতেন, তিনি তা করেন নাই, জনসম্মুখে তিনি তার ভালবাসার মানুষকে নিয়ে এসেছেন এবং সন্মানের সাথে তাকে ঘরে তুলেছেন! আমি মি সোহেল তাজের মানসিকতাকে অভিনন্দন জানাই।
তিনি আমাদের মত মাঝ বয়সি চিত কাইত বিচি ঝোলা কাপুরুষদের বুঝিয়ে দিয়েছেন, তোরা চিপাচাপায় পড়ে থাকিস না, মন খারাপ হলে বালিশে মুখ লুকিয়ে কাঁদিস না, তোরাও সব ঝেড়ে বাঁচার মত বাঁচ একদম আমার মত!
(অভিনন্দন মি সোহেল ভাই, লাভ ইউ ম্যান, হেভ এ নাইস ফিউচার, এঞ্জয়, টক উইদ জয়।)
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



