মগজ-ধোলাই ১। গত বাংলাদেশ সিংগাপুর খেলার শুরুতে কয়েকজন শিল্পীর গানের পরে সম্ভবত ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাকে মঞ্চে ডাকা হয় এবং উপস্থাপিকা তাদের প্রশ্ন করেন। দূরে থাকায় এবং নামধাম মনে করতে পারছি না, তবে তিনি বলছিলেন ফুটবল বাঙ্গালীদের গর্বের, কিন্তু উপস্থাপিকা পরেই বললেন বাংলাদেশীদের গর্ব। এই লোক এখনো বাঙ্গালী বাংলাদেশী বিষয়টা বুঝতে পারছেন না বলেই মনে হল, আমাদের দলে এখন বাঙ্গালী ছাড়া দেশে বসবাস করা আরো অনেক জাতির প্লেয়ার খেলে! গত ১৫ বছরে আসলে সে ব্রেন ওয়াস হয়েছে!
মগজ-ধোলাই ২। আমার ১১ বছরের ছেলের জন্য আমাকে মাঠে যেতে হয়েছিল, আমি মাঠে এখন যে কোন খেলাধুলা দেখার যোগ্য নই, শরীর চোখ সহায়ক নয়! আমার ছেলের আগ্রহে গিয়েছি। যাই হোক, সে বিশ্ব ফুটবলের অনেক খবর রাখে, দেশের অনেক প্লেয়ারের নাম জানে, তবে খেয়াল করেছি সে যাবার পথে বার বার বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছিলো, আমি তাকে বললাম, এর নাম এখন ন্যাশ্ন্যাল ষ্টেডিয়াম। সে তার পরেও সেই বঙ্গবন্ধু ষ্টেডিয়াম বলছিলো, আসলে এর কারন যে শিক্ষায় এবং চোখে এই নামটাই দেখে আসছিলো, ফলে ব্রেন নুতন নাম নিচ্ছিলো না! অন্যদিকে আমাদের ব্রেন বঙ্গবন্ধু ষ্টেডিয়াম নিতে পারে না, আমি ১৯৮৫ সালে প্রথম এই ষ্টেডিয়ামে খেলা দেখি, তখন আমরা এর নাম দেখেছিলাম, ঢাকা ষ্টেডিয়াম, এবং এই নামেই আমরা এখনো চিনি।
প্রজন্মের কাছে বা দীর্ঘ সময় মিথ্যা বা ভুল ইতিহাস শেখালে সে তাই শিখে এবং সারা জীবন তাই মনে রাখে, এটাই ব্রেন ওয়াস মগজ-ধোলাই! শত অন্যায় করা বা খুনীকেও তখন ভাল লাগে, ব্রেন ওয়াসের পরে সত্য মিথ্যা খোজাও কঠিন হয়ে যায়।
*ব্লগেও এমন বিশ্রী মগজ ধোলাই আছে, যারা এখনো অসত্যের পথে দাঁড়ায়! বিবেকবান হলে অন্তত চুপ থাকা যায়!


সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২৫ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


