আগের পোষ্টে মডুদের কিছু ঝাঝালো কথা বলেছিলাম। কিন্তু এরপরই আমি অন্যের পোষ্টে কমেন্ট করার অনুমতি পাই। সেইজন্যে আমার মায়ের এই কবিতাটি মডুদেরকেই ডেডিকেট করলাম।
নতজানু আমি দৃষ্টির কাছে
- শিউলী খন্দকার
চোখ খুললেই প্রতিদিন দেখি
মানুষের নির্দয় বিভীষিকাময় রূপ।
বড়ো কৌতহল নিয়ে দেখি।
দেখতে দেখতে আমার দৃষ্টি
হয়ে গেছে অসাড় নিস্তেজ।
না, আমার দৃষ্টিকে আর
বেশি দীর্ঘায়িত করতে চাই না।
দেখতে চাই না, যৌতুকের টাকা
পরিশোধ করতে না পারায়,
স্বামী পরিত্যক্তা রমনীর চোখের
জল। দেখতে চাই না, ধর্ষিতা
তরুণীর মস্তকবিহীন লাশ।
দেখতে চাই না গৃহপরিচারিকা সখিনারা
বয়ে বেড়াক আর কোন
অভিজাত শ্রেণীর দুশ্চরিত্রের পাপের ফসল।
তবু দেখি,
চোখ ফেরালেই দেখি।
দেখতে দেখতে এই চোখ দুটো
হয়ে গেছে চৈতন্যহীন নিস্তেজ।
আমার দৃষ্টিকে সমুজ্জ্বলিত রাখার
ইচ্ছে অনেক আগেই বিলীন
হয়ে গেছে। ভেবেছিলাম,
এই চোখ দুটোকে দান করবো
কোন চক্ষু শিবিরে।
কিন্তু না, আর করবো না ভাবছি।
অনেক তো দেখেছি,
এখন আমার দৃষ্টি বড়ো ক্লান্ত।
আমি এখন দৃষ্টির কাছে নতজানু।
--------------------------------------------------
কেমন হয়েছে প্লিজ জানাবেন....
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




