বইটি নিয়ে কিছু কথাঃ
শিউলী খন্দকারের বিচিত্র স্বাদের বারোটি ছোটগল্পের সঙ্কলন 'ভালোবাসার বয়স নাই' । গল্পগুলোতে লেখক তার দেখা-অদেখা স্বপ্ন-কল্পনা, সমাজ-বাস্তবতা, রাজনীতি, প্রেম-ভালোবাসার নান্দনিক ঐশ্বর্য, মানবজীবনের দ্বন্দ্ব-হতাশা, প্রতারণা, রোগ-শোক, ব্যাক্তির নিঃসঙ্গতা, জরা-ব্যাধি, বার্ধক্য, বার্ধক্যে মানুষের করুণ পরিনিতি এবং মৃত্যুচেতনা অত্যন্ত সহজ, সরল ও সাবলীল ভাষায় স্বাতন্ত্র্য বৈশিষ্ট দান করেছেন। জীবনঘনিস্ট এইসব গল্প পাঠে ক্ষণিকের জন্য হলেও একজন মানুষ তার নফসের ভেতরের সুপ্ত ভাল এবং মন্দ দিকগুলো নিয়ে একবার হলেও নতুন করে নিজেকে ভেবে দেখার সুযোগ পাবে।
প্রচ্ছদঃ ধ্রুব এষ
প্রাপ্তিস্থানঃ বিদ্যা প্রকাশ (একুশের বইমেলা ২০১৪)
লেখকের পূর্বে প্রকাশিত ৬টি গ্রন্থ পাওয়া যাচ্ছে 'বাংলাদেশ লেখিকা সংঘ' এর স্টলে (বাংলা একাডেমী প্রাঙ্গনে), বইমেলা ২০১৪।
আশা করি বইগুলো সংগ্রহ করবেন। এবং বইগুলো পড়ার পর আপনার মতমত আশা করছি।
ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




