অনুগ্রহ করে পরিচিত হোন এই নতুন ব্লগারের সাথে এবং অনুমতি দিন পদার্পনের।
নিজেকে ব্লগার বলতে এখনো কিছুটা বিব্রত, পর্যবেক্ষনের বেড়াজাল ছিন্ন করে কালইতো মাত্র পেলাম প্রথম পাতায় প্রবেশের অধিকার।
সামহোয়্যারইনের সাথে যোগাযোগ বুহুদিনের, কারন পড়তে ভালোবাসি। পেশাগত ব্যাস্ততায় নিজেকে জড়ানো হয়নি আষ্টেপিষ্টে, যদিও এ অদ্ভুত চলমান ভুবনের লোভে পরেছিলাম বহুদিন।
আমার ব্লগের নাম দিয়েছি উল্টো মানুষ। যত অনিয়ম, অসংগতি, অসততা আর ক্ষুদ্রতা যা এখন নিয়মে দাড়িয়েছে, তার বিপরিতে চলতে চাই বলেই নিজেকে উল্টো বলি। প্রতিশোধের চেয়ে ভালোবাসি ক্ষমা। এগিয়ে যাওয়া মানেই কাওকে টপকে যাওয়া, তাই ইচ্ছাকৃত উল্টো চলি-পিছিয়ে যায়, প্রানপণ দলবদ্ধ চলতে চাই বলেই। ভালোবাসি বই পড়তে, প্রচন্ড ভালোবাসি গান, আমার প্রিয় গিটার এবং নিজেকে। জানি জীবন বড় ছোট তাই প্রতিনিয়ত উপভোগ করি একে। বুক উজাড় করে ভালোবাসি এক ছোট্ট রাজপুত্রকে- আমার সন্তান, যে আমাকে বহন করবে বহুদুরে, অজানা ভবিষ্যতে, যেখানে আমি নেই-থাকবনা কখনো।
আমার ব্লগ পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৪টি
মন্তব্য করেছেন: ৮টি
মন্তব্য পেয়েছেন: ১টি
ব্লগ লিখেছেন: ২ সপ্তাহ ৩ দিন
ব্লগটি মোট ২৬৩ বার দেখা হয়েছে
এই আমি---------, দেখা হবে ব্লগে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





