(তারকাদের কাছে ইন্টারভিউ এ প্রায়শই জানতে চাওয়া হয় তাদের জীবনে ঘটে যাওয়া মজার কোনো ঘটনা এবং সম্ভবত তাদের ভক্তরা তা জেনে আনন্দিত হন। আমাদের মতো আম জনতার জীবনেও কখনো কিছু মজার ঘটনা ঘটে থাকে। সেসব মনে পড়লে নিজের অজান্তেই হেসে উঠতে হয়।)
তখন আমি খুব ছোট। সম্ভবত ক্লাস ওয়ান অথবা টুয়ে পড়ি। আমার কাছে সে সময় শ্রেষ্ঠ বিনোদন ছিল পার্কে যেতে পারা। ঢাকাই তখন শিশুদের জন্য একটাই পার্ক ছিল। শাহাবাগ শিশু পার্ক।
একদিন বাবার সাথে খুব ঝুলাঝুলি, চিল্লাচিল্লি এবং শেষমেষ কান্নাকাটি করে রাজি করালাম পার্কে যেতে। সাথে সঙ্গি হলো আমার চেয়ে তিন বছরের বড় এক কাজিন। পার্কে গেলে আমার মোটামুটি মাথা খারাপের মত অবস্হা হতো। এক ধরনের ঘোরের মধ্যে চলে যেতাম। আদেখলার মত ছুক ছুক করতাম কোন রাইড ছেড়ে কোনটা নিই। তো এভাবে চলছিল মজার মজার রাইড চড়া। মাঝখানে সামান্য বিরতীতে আমার কাজিন বাবাকে বল্ল সে টয়লেট করবে। সে সময় ছোট্ট আমি ঠিক জানতাম না টয়লেট মানে কি। ভাবলাম টয়লেট কোনো মজার রাইড। সাথে সাথেই হাতপা নাড়িয়ে, লাফালাফি করে বল্লাম "আমিও টয়লেটে চড়বো, আমিও টয়লেটে চড়বো"
হো হো করে হেসে উঠলো কাজিন আর বাবা দুজনেই। বোকার মত চেয়ে থাকলাম আমি। লজ্জাও পেলাম কিছুটা।
হাসি শেষে বাবা আমাকে বুঝিয়ে দিলেন টয়লেট শব্দটির অর্থ।
আর এভাবেই আমার শেখা টয়লেটের মাজেজা।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





