আমার ছেলে রায়িদ ছবি আঁকতে খুব পছন্দ করে। অদ্ভুত সব ধরনের ছবি আঁকে ও, অক্টোপাস, ডাইনোসর, হাতি, গরু, মাছ (নিমো), সাইকেল, বাইক, ফায়ার ট্রাক, ক্রেন, রেসিং কার, স্কেট বোর্ড, লেজার গান, নানা রকম কাটুন ক্যারেকটার এবং আরো অনেক কিছু। সেগুলোর কিছু কিছু আমি আমার ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড বানিয়ে ফেলি। কাল রাতে রায়িদ তার বাবার ছবি এঁকেছে। দেখে বলুনতো এটা আসলেই আমি কিনা।
খুব করে চাই আমার ছেলেটা যেনো ওর জীবনের ছবিটাকে ইচ্ছে মতো সুন্দর করে আঁকতে পারে।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৫