আমরা রাজাকার বললেই জামায়াত-শিবির ইত্যাদির কথা মনে করে থাকি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এদের বাইরেও এক "মহান রাজাকার" এর সন্ধান পাওয়া গেছে। উপরের ছবিটা তারই একটা ছোট্ট প্রমান।
বাংলাদেশ একটা গনতান্ত্রিক দেশ। এদেশের স্বার্থ রক্ষা করে যে-যেই দল করুক না কেন তাতে কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু এই ভদ্র( ? ) লোক নিজেকে সাচ্চা পাকিস্তানপ্রেমিক এবং ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়কে "মারাত্মক ভুল" বলে চালান নিয়মিত।
এবার ওনার ফেবু প্রোফাইলের অবস্থা দেখুন --
তাঁর প্রোফাইলে কভার ফটোতেই পাকিস্তানের পতাকা লাগানো। এরপর কি আর বলার দরকার আছে এই লোক কি জিনিস ???
পাকিস্তানের ক্রিকেটপ্রেমী অনেকেই আছেন, আমার বিশ্বাস পাকিস্তানের খেলা ভালো লাগে বলেই তারা সমর্থন করেন। বাংলা-পাক খেলায় অকুন্ঠচিত্তে বাংলাদেশকেই সমর্থন দেন সবাই। কিন্তু ইনি নাকি সব খেলাতেই পাকিস্তানের জয় চেয়ে দোয়া করেন, আর কামনা করেন বাংলাদেশ যেন হেরে যায় ...
এনার পরিচয় দেয়ার পালা শেষ। এখন আমার কথা হল - বাংলাদেশের মাটিতে বসে, বাংলার খেয়ে-পড়ে-ঘুমিয়ে , বাংলার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস হয় কি করে জারজটার ????
সময় হয়েছে এইসব জারজ সন্তানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
দেশের বিরুদ্ধে যারা কথা বলে, যারা দেশের সাথে নিমকহারামি করে তাদের বিরুদ্ধে কি রুখে দাঁড়াবো না আমরা ????
জারজটার আইডি লিংক হচ্ছে -- http://www.facebook.com/n.ritom?fref=ts
এসব নরকের কীট যেন অনলাইনে বাংলাদেশকে আর দূষিত না করতে পারে সে দায়িত্ব আমাদের সবার। সবাই অনলাইনে তার আইডি রিপোর্ট করে দিন --- আর সামনে দেখা হলে বলবেন ---
"তুই রাজাকার, তুই রাজাকার !!!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


