
(এখানে কোন দলের পক্ষে-বিপক্ষে বলা হচ্ছে না। যেটা সঠিক সেটাই তুলে ধরা হচ্ছে)
সম্প্রতি এক নেত্রীর পুত্র বলেছেন, একটি রাজনৈতিক দলের স্লোগানে জিন্দাবাদ আছে যা কিনা একটি উর্দূ শব্দ - তাই সেসকল দলের লোকজনের পাকিস্তানে চলে যাওয়া উচিত।
বেশ কথা !!
মানলাম তিনি যেটা বলেছেন সেটাই সঠিক। এখন সেটা সঠিক বলে গণ্য করলে নিচের কিছু সমীকরনও সত্য হবে --
১) "জয় বাংলা" স্লোগানে "জয়" একটি হিন্দি শব্দ। তাই তাদের ভারতে যাওয়া উচিত।
২) BNP শব্দে "Nationalist Party" আছে যা ইংরেজি। তাই তাদের ব্রিটেনে চলে যাওয়া উচিত।
অনুসিদ্ধান্তঃ লোকে বলে আমার পিতৃপ্রদত্ত নাম নাকি ফারসি ভাষা থেকে নেয়া , তাহলে আমারও ইরানে চলে যাওয়া উচিত।
আমজনতার ভাষ্যঃ এসব লোক উচ্চশিক্ষিত হয়েও কেন যে এমন নিম্নশ্রেণির বাণী নিঃসরণ করেন তাঁর রহস্য আজও অজানা। দেশে এই মূহুর্তে দরকার সহনশীল মতবাদে বিশ্বাসী সরকার, দল-মত সকলের উর্ধ্বে কাজ করার মত লোক । দরকার কথায় নয়-কাজে দেখিয়ে দেয়ার মত লোক।
সেসব লোক তো দেশে কোন দলেই নেইই, আছে শুধু একে অন্যকে দোষানোর সংস্কৃতি - তার ওপর বিদেশ থেকে ডিগ্রী নেয়া লোক দেশে এসে আবোল-তাবোল বকে যাচ্ছে :/ :/
আগে দেশ ঠিক করেন। সন্ত্রাস নিয়ন্ত্রন করেন, দ্রব্যমূল্য নাগালে আনুন, দলবাজি দূর করেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন।
এরপর যত চান একে অন্যের ভাষা নিয়ে আন্দোলন করেন - কেউ কোন অভিযোগ করবে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


